সাংবাদিকের প্রশ্নে ট্রাম্পের ‘ওয়াকআউট’
এক
সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে নির্বাহী আদেশ স্বাক্ষরের অনুষ্ঠান থেকে
ওয়াকআউট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার
বাণিজ্যবিষয়ক দুটি নির্বাহী আদেশ স্বাক্ষরের আগে হোয়াইট হাউসে এ ঘটনা ঘটে।
সিএনএন জানায়, হোয়াইট হাউসে স্বাক্ষর অনুষ্ঠানকালে সাংবাদিকরা সাবেক জাতীয়
নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের ব্যাপারে প্রশ্ন করেন ট্রাম্পকে।
ফ্লিন
গত শুক্রবার এক বিবৃতিতে আইনি ঝামেলা থেকে অব্যাহতির বিনিময়ে মার্কিন
নির্বাচনে রুশ হস্তক্ষেপের ব্যাপারে সাক্ষ্য দেয়ার প্রস্তাব দিয়েছেন।
সাংবাকিদের প্রশ্ন স্পষ্টত এড়িয়ে যান প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় নির্বাহী
আদেশ স্বাক্ষর না করেই অনুষ্ঠান থেকে অন্য একটি কক্ষে চলে যান তিনি। তখন
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নির্বাহী আদেশের কাগজপত্র তুলে নিয়ে তার সঙ্গে
যান। হোয়ইট হাউস জানিয়েছে, ট্রাম্প পরে বৈদেশিক বাণিজ্যের সমস্যবলী
চিহ্নিত করার লক্ষ্যে গৃহীত দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
No comments