দুই বছর পর সিসিক মেয়রের দায়িত্বে আরিফুল
দুই
বছর তিন মাস পর সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়রের চেয়ারে বসলেন
আরিফুল হক চৌধুরী। রোববার সকাল ১১ টা ১১ মিনিটে তিনি নগর ভবনের অস্থায়ী
কার্যালয়ে পৌঁছান। এসময় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও প্রশাসনিক
কর্মকর্তা এবং কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। চেয়ারে বসার পর
মেয়র আরিফুল হক চৌধুরী দায়িত্ব পালনে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
জানা
যায়, ২০১৪ সালে তৃতীয় সম্পূরক চার্জশিটে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস
কিবরিয়া হত্যা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিসিক মেয়র
আরিফুল হক চৌধুরীকে আসামি করা হয়। ওই বছরের ২১ ডিসেম্বর কিবরিয়া হত্যা
মামলার চার্জশিট আদালতে গৃহীত হলে ২৮ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করেন
তিনি। আদালতের বিচারক মেয়র আরিফের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে
প্রেরণের নির্দেশ দেন। একই বছরের ৭ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও
সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক আদেশে সিসিক মেয়র আরিফকে
সাময়িকভাবে বরখাস্ত করে। সম্প্রতি এই আদেশের বিরুদ্ধে মেয়র আরিফ রিট পিটিশন
দায়ের করলে শুনানি শেষে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট।
হাইকোর্টের স্থগিতাদেশ বাতিলের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সরকার
পক্ষ আবেদন করলে আদালত তা খারিজ করে দেয়। এর মধ্য দিয়ে আরিফের মেয়র পদে
ফিরতে সকল আইনি বাধা দূর হয়। চলতি বছরের ৪ জানুয়ারি দীর্ঘ কারাভোগের পর
সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান আরিফুল হক চৌধুরী।
অপরদিকে, কারাগারে থাকা অবস্থায় ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জে সুরঞ্জিত
সেনগুপ্তের জনসভায় বোমা হামলার ঘটনার দীর্ঘ প্রায় ১২ বছর পর মেয়র আরিফকে
শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
No comments