পাকিস্তানে মাজারে ২০ জনকে কুপিয়ে হত্যা
পাকিস্তানের
পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের একটি মাজারের খাদেম রোববার ভোরে চার নারীসহ
২০ জনকে হত্যা করেছে। স্থানীয় প্রতিবেদনে একথা বলা হয়েছে। ওই এলাকার একজন
সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের জানান, ইসলামাবাদ থেকে প্রায় ২শ’ কিলোমিটার
দক্ষিণে সারগোদা জেলায় রোমহর্ষক ঘটনাটি ঘটে। এ সময় মাজারের ভক্তরা
আধ্যাত্মিক পরামর্শ ও চিকিৎসার জন্য সেখানে জমায়েত হয়েছিল। সারগোদা জেলার
ডেপুটি কমিশনার লিয়াকত আলি চাত্তা বলেন, মাজারের খাদেম আব্দুল ওয়াহিদ খুব
সম্ভবত মানসিক ভারসাম্যহীন। এ কারণেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তিনি
আরো বলেন, ওয়াহিদ সারগোদায় পাকিস্তান নির্বাচন কমিশনের কর্মী।
তিনি তার
ভক্তদের নেশার ওধুষ খাওয়ানোর পর ছুরি ও লাঠি দিয়ে হত্যা করেন। প্রাথমিক
তদন্তে জানা গেছে, ওয়াহিদ ও তার সঙ্গীরা নেশাগ্রস্ত দর্শনার্থীদের
নির্মমভাবে হত্যা করেন। পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ওয়াহিদ ও
তার ঘনিষ্ঠ পাঁচ সহযোগীকে গ্রেফতার করেছে। উদ্ধারকারী কর্মকর্তা মাজহার শাহ
সাংবাদিকদের বলেন, এই ঘটনায় আহত অবস্থায় পালিয়ে যাওয়া তিনজনকে স্থানীয়
একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি বলেন, উদ্ধারকারী দলকে রোববার
স্থানীয় সময় রাত ১২টা ৫০ মিনিটের দিকে ঘটনা সম্পর্কে অবহিত করতে একটি ফোন
করা হয়। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ডেপুটি কমিশনার জানান,
নিহতদের বাড়ি পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় ও রাজধানী ইসলামাবাদে।
No comments