মান্নান খান দম্পতির বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ আজ
আওয়ামী
লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও
তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় আজ
চার্জ (অভিযোগ) গঠন সংক্রান্ত আদেশ দেবেন আদালত। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি
চার্জ গঠনসংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. নাসির উদ্দিন পর্যাপ্ত
তথ্য-উপাত্ত আদালতে উপস্থাপন না করায় চার্জ গঠন সম্ভব হয়নি। ঢাকার তিন
নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। জানতে
চাইলে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম যুগান্তরকে বলেন, মান্নান খান
দম্পতির বিরুদ্ধে দায়ের করা মামলায় চার্জ গঠনসংক্রান্ত আদেশের জন্য দিন
ধার্য রয়েছে। এর আগে তদন্ত কর্মকর্তাকে বেশকিছু প্রয়োজনীয় নথিপত্র দাখিল
করতে বলেছিলেন আদালত। সেসব নথিপত্র সঙ্গে নিয়ে আজ দুদকের ওই তদন্তকারী
কর্মকর্তা আদালতে উপস্থিত থাকবেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২১ আগস্ট
মান্নান খানের বিরুদ্ধে ৭৫ লাখ ৪ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের
অভিযোগে মামলা করে দুদক। অপরদিকে তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে ১
কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার
টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একই বছরের ২১ অক্টোবর মামলা
করে কমিশন। এরপর শুরু হয় মামলার তদন্ত। আর এ তদন্ত শেষ করতে দুদক প্রায় এক
বছর সময় নেয়। তদন্ত শেষে ২০১৫ সালের ১১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে
আদালতে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে মান্নান খানের অবৈধ সম্পদের
পরিমাণ বেড়ে যায়। তাতে দেখা যায়, তার আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ২ কোটি ৬৬
লাখ ৭ হাজার টাকা এবং তিনি সম্পদের তথ্য গোপন করেছেন ৩১ লাখ ৪৫ হাজার
টাকার। অপরদিকে তদন্ত শেষে হাসিনা সুলতানার বিরুদ্ধে ২০১৫ সালের ৯ জুন
আদালতে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার
সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ৩৬ লাখ ৩৭ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ
অর্জনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
No comments