রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
বিএনপির
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাত
সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার রাতে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ
খবর জানান। দলের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপির
পক্ষ থেকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করা
হতে পারে। সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির এ বৈঠকে দেশের চলমান
রাজনীতি, সন্ত্রাস-জঙ্গিবাদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর বিশেষ করে
সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা স্মারক সইসহ নানা ইস্যুতে আলোচনা ও
দলের করণীয় ঠিক করা হতে পারে এ বৈঠকে। একই সঙ্গে ঢাকা মহানগর কমিটিকে উত্তর
ও দক্ষিণ দু’ভাগ এবং দ্রুত কমিটি ঘোষণার সিদ্ধান্ত আসতে পারে। এ বৈঠকে
অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও
আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
No comments