আগুন আতংকে হুড়োহুড়ি, আহত ৫০
আগুন
আতংকে গাজীপুরের শ্রীপুরে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৫০ জন শ্রমিক আহত
হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে শ্রীপুর পৌর শহরের গিলারচালা এলাকার
ভিনটেজ ডেনিম লিমিটেডে এ ঘটনা ঘটে। আহত শ্রমিকদের মধ্যে বেশিরভাগই নারী।
তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। এদের মধ্যে অঞ্জনা (৪০) ও অন্তঃস্বত্তা
রোমানাকে (৪০) ঢাকা এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে ৩৫ জনকে মাওনা চৌরাস্তা একে মেমোরিয়াল হাসপাতাল লিমিটেডে
চিকিৎসা দেয়া হয়েছে। ভর্তি করা হয়েছে ১৫ জনকে। কারখানাটির শ্রমিক রানা ও
মিন্টু জানান, সকাল ৮টার দিকে প্রথমে বিকট শব্দে কারখানার প্যাকিং শাখার
ওয়াল ফ্যান পড়লে শ্রমিকদের মধ্যে ভীতির সৃষ্টি হয়।
এরপর দুপুর সাড়ে ১২টার
দিকে কারখানার ভেতরে থাকা গাছের মৃত ডাল বিদ্যুতের তারে জড়িয়ে আগুন দেখা
দিলে আতংকের মাত্রা বৃদ্ধি পায়। আগুন লেগেছে ভেবে নামতে গিয়ে তারা আহত হন।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) খন্দকার হামিদুল ইসলাম সাংবাদিকদের জানান,
কারখানার বাইরে বিদ্যুতের তারে গাছের একটি মৃত ডাল পড়ে আগুন দেখা দেয়। এতে
ভয় ও আতংকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে শ্রমিকেরা আহত হন। এ ঘটনার পর সুইং,
ফিনিশিং ও আয়রনসহ চারটি শাখা রোববারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও
জানান তিনি।
No comments