স্থানীয়ভাবে প্রশ্নপত্র ছাপানো হবে: শিক্ষামন্ত্রী
প্রশ্নপত্র
ফাঁসরোধে আগামী বছর থেকে এসএসসি পরীক্ষায় স্থানীয়ভাবে পরীক্ষার দিন সকালে
প্রশ্নপত্র ছাপানো ও বিতরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী
নুরুল ইসলাম নাহিদ। রোববার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর দিনে ঢাকা কলেজ
কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন,
‘প্রশ্ন ফাঁসের ঘটনা এড়াতে শিক্ষাবিদ ও শিক্ষকরা ডিজিটাল পদ্ধতিতে
প্রশ্নপত্র তৈরির সুপারিশ করেছেন। সেই সুপারিশ বিবেচনায় নিয়ে সরকার
স্থানীয়ভাবে প্রশ্নপত্র ছাপানোর এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর থেকেই এই
ব্যবস্থা চালু করব।’
প্রশ্নফাঁস এড়াতে তিনি শিক্ষক, অভিভাবক এবং
শিক্ষার্থীদের সচেতনতা এবং সহযোগিতার আহ্বান জানান। এ সময় সারা দেশে
সুষ্ঠুভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান মন্ত্রী।
আজ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ১৫ মে
পর্যন্ত। এরপর হবে ব্যবহারিক পরীক্ষা। এবার মাদ্রাসা, কারিগরিসহ ১০টি
শিক্ষা বোর্ডে মোট ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষা দিচ্ছে।
No comments