ঈদের নাটকে নতুন জুটি ইমন-নেহা
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে একাধিক নাটকে জুটি হিসেবে অভিনয় করেচেন চিত্রনায়ক ইমন ও নেহা। তাদের জুটি হয়ে অভিনীত নাটকগুলোর অন্যতম হচ্ছে সাদেক সিদ্দিকীর টেলিফিল্ম ‘ভালোবাসায় বসবাস’ এবং বি ইউ শুভ’র নাটক ‘শুভ্রার ওয়্যারড্রব’। যদিও ‘শুভ্রার ওয়্যারড্রব’ নাটকটির নাম প্রথম ‘শুভ্রার আলমারি’ ছিল বলে জানিয়েছেন পরিচলক। পরে বিশেষ কারণে নাম পবিবর্তন করা হয়েছে। নাটকগুলো প্রসঙ্গে ইমন বলেন,‘ নেহার সঙ্গে এবারই প্রথম কাজ করেছি। নতুন হিসেবে নেহা বেশ ভালো অভিনয় করেন। তার সঙ্গে দুটি নাটক কাজ করে নেহার প্রতি আমিও মুগ্ধ। এছাড়াও নাটকগুলোর গল্পও দারুন। মূলত গল্পের প্রয়োজনেই আমাদের একসঙ্গ কাজ করা।’ নেহা বলেন,
‘ ইমন ভাই অনেক ভালো একজন অভিনেতা। সাদেক সিদ্দিকী ভাইয়া এবং শুভ’র কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে ইমন ভাইয়ার সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছেন। ইমন ভাই খুবই সহযোগিতা পরায়ণ একজন শিল্পী। আমি অভিনয় করে আনন্দিত। দুটি কাজ নিয়েই আমি দারুণ আশাবাদী। ’ এছাড়াও ঈদ উপলক্ষে একাধিক নাটকে কাজ করছেন ইমন। তার মধ্যে দীর্ঘদিন পর বন্ধু সারিকার সঙ্গে জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন। অপরদিকে নেহাও বেশ কিছু ঈদের নাটকের অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছনে। তার মধ্যে গতকাল থেকে মানিকগঞ্জে গোলাম মুক্তাদীর শানের নির্দেশনায় একটি নাটকে অভিনয় শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি।
No comments