এসি মিলান কি ড্রয়ের জন্য দুঃখ করবে না আনন্দ!
এসি মিলান কি ড্রয়ের জন্য দুঃখ করবে না আনন্দ! নিজেদের মাঠে পয়েন্ট তালিকার আটে থাকা দল উদিনেসের সঙ্গে ড্র করাটা একটু হতাশারই। তবে ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৪-৪ গোলে ড্র করতে পারা তো অনেক আনন্দেরও!
সিরি ‘আ’তে পরশুর রাতটি মিলানের জন্য এ রকম হতাশা আর স্বস্তির যুগল রাত ছিল। ডি নাতালের ৩৫ মিনিটের গোলে প্রথমে পিছিয়ে পড়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মিলান। ব্রাজিলিয়ান স্ট্রাইকার আলেক্সান্দ্রে পাতোর গোলে ১০ মিনিট পর ম্যাচে ফেরে তারা।
এর পরই ছড়ি ঘোরাতে থাকে উদিনেসে। সানচেজের ৫২ এবং ডি নাতালের ৬৫ মিনিটের গোল তাদের এগিয়ে দেয় ৩-১-এ। পরাজয়ের শঙ্কাই উঁকি দিচ্ছিল। কিন্তু পাতোর দ্বিতীয় গোলের সঙ্গে মিলানের আশা হয়ে আসে বেনাতিয়ার ৭৭ মিনিটের আত্মঘাতী গোল। ৮৯ মিনিটে উদিনেসে আবার এগিয়ে যায় ডেনিসের ৮৯ মিনিটের গোলে। ৯০ মিনিটে জ্লাতান ইব্রাহিমোভিচের শেষ মুহূর্তের গোলে মিলান পায় নাটকীয় ড্র।
সিরি ‘আ’তে পরশুর রাতটি মিলানের জন্য এ রকম হতাশা আর স্বস্তির যুগল রাত ছিল। ডি নাতালের ৩৫ মিনিটের গোলে প্রথমে পিছিয়ে পড়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মিলান। ব্রাজিলিয়ান স্ট্রাইকার আলেক্সান্দ্রে পাতোর গোলে ১০ মিনিট পর ম্যাচে ফেরে তারা।
এর পরই ছড়ি ঘোরাতে থাকে উদিনেসে। সানচেজের ৫২ এবং ডি নাতালের ৬৫ মিনিটের গোল তাদের এগিয়ে দেয় ৩-১-এ। পরাজয়ের শঙ্কাই উঁকি দিচ্ছিল। কিন্তু পাতোর দ্বিতীয় গোলের সঙ্গে মিলানের আশা হয়ে আসে বেনাতিয়ার ৭৭ মিনিটের আত্মঘাতী গোল। ৮৯ মিনিটে উদিনেসে আবার এগিয়ে যায় ডেনিসের ৮৯ মিনিটের গোলে। ৯০ মিনিটে জ্লাতান ইব্রাহিমোভিচের শেষ মুহূর্তের গোলে মিলান পায় নাটকীয় ড্র।
No comments