পাঠানকোট অপারেশনে সন্তুষ্ট মোদি
ভারতের পাঠানকোটে বিমানবাহিনীর ঘাঁটি পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঞ্জাব রাজ্যের ওই বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় ৭ সেনা ও ৬ জঙ্গি নিহতের এক সপ্তাহের মাথায় সেখানে পরিদর্শন করেন মোদি। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পাঠানকোট বিমানঘাঁটি পরিদর্শনে গিয়ে সেখানকার ক্ষতি ও নিরাপত্তা পরিস্থিতির বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় পাঠানকোট অপারেশনে ভারতীয় বাহিনীর প্রতি নিজের সন্তোষ প্রকাশ করেন তিনি।
ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এক টুইটার বার্তায় এসব কথা জানায়। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, মোদি সেখানে গিয়ে দেশের জন্য শহীদ বীরসন্তানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। মোদির পাঠানকোট যাওয়ার আগে শুক্রবার ওই বিমানঘাঁটিকে পুরোপুরি সুরক্ষিত বলে ঘোষণা দেয় নিরাপত্তাবাহিনী। বিমানঘাঁটি পরিচ্ছন্ন করার পাশাপাশি সেখানকার যুদ্ধবিমান ও হেলিকপ্টারগুলো ফিরিয়ে আনা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানায়, সন্ত্রাসীরা পাঠানকোট বিমানঘাঁটিতে কোথায় এবং কীভাবে ঢুকে পড়েছিল তা প্রত্যক্ষ করে সবকিছু খতিয়ে দেখতেই মোদি এই সফর করেন।
No comments