৪৫ সেকেন্ডে ঝরে গেল ৭০ হাজার প্রাণ
মাত্র ৪৪.৪ সেকেন্ডের মধ্যে ঝরে গিয়েছিল ৬০ থেকে ৮০ হাজার তাজা প্রাণ। পরাশক্তি যুক্তরাষ্ট্রের অমানবিক এবং নৃশংস হত্যাযজ্ঞের পরিণামে সৃষ্টি হয়েছিল এ দৃশ্যপট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গন তখন চরমে পৌঁছে গেছে। মিত্রশক্তির বিরুদ্ধে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল জাপান।
দেশটিকে দমাতে মরিয়া হয়ে ওঠে আমেরিকা। বিশ্ব মনবতা পায়ে ঠেলে ১৯৪৫ সালের আগস্টে পরমাণু বোমা ‘লিটল বয়’ হিরোশিয়ার প্রাণ কেন্দ্রে ছুড়ে দেয় দেশটি। মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। তাৎক্ষণিকভাবে নিহত হয় ৬০-৮০ হাজার মানুষ। আর পরবর্তী পরিণাম হিসেবে ২০১৪ সাল পর্যন্ত সর্বমোট ২ লক্ষাধিক নাগরিক প্রাণ হারায় হিরোশিমায়।
No comments