ভারতে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু
ভারতের
অন্ধ্রপ্রদেশে গোদাবরী নদীর ধারে পদদলিত হয়ে কমপক্ষে ২৭ জনের মৃত্যু
হয়েছে। এদের বেশির ভাগই নারী। এছাড়াও আহত হয়েছে কমপক্ষে ২০ জন। ধর্মীয়
অনুষ্ঠান ‘পুস্করম’ উৎসব চলাকালে রাজামুন্দ্রি পুস্কর ঘাটে ‘পবিত্র স্নান’
করতে হাজির হন অনেক মানুষ। এ সময় দুর্ঘটনাটি ঘটে। এ খবর দিয়ে অনলাইন জি
নিউজ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশের
মুখ্যমন্ত্রী, তার স্ত্রী, পুত্রসহ আজ সকালে সেখানে ‘পবিত্র স্নান’ করতে
গিয়েছিলেন। পদদলিত হয়ে প্রাণহানির ঘটনার পর তিনি কর্মকর্তাদের উদ্ধার
তৎপরতার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে মৃতদের
পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। নিহত ও আহতদের রাজামুন্দ্রি সরকারি
হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত অনেকের অবস্থা সংকটাপন্ন। উল্লেখ্য,
ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানা রাজ্যে নদী পূজার উৎসব ‘পুস্করম’ ১৪৪ বছর
পুরানো একটি সংস্কৃতি। ১২ দিন ধরে উৎসবটি চলে। উৎসবের প্রথম দিনেই
প্রাণহানির ঘটনা ঘটলো। ঘাটে এতো বেশি মানুষের আগমন কর্তৃপক্ষ আগে থেকে
অনুধাবন করতে ব্যর্থ হওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে রিপোর্টে বলা হয়।
আর একই কারণে ঘাটে যথাযথ ব্যবস্থার ঘাটতি ছিল।
No comments