পৃথিবী আশঙ্কামুক্ত: নাসা
পৃথিবীর সঙ্গে আগামী কয়েক শ বছরে বড় ধরনের কোনো গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ হবে না বলে আশ্বস্ত করেছেন নাসার গবেষকেরা। |
আগামী
তিন মাসের মধ্যে মহাকাশ থেকে আসা বিশাল পাথুরে পিণ্ডের আঘাতে মানব সভ্যতা
বিলুপ্ত হয়ে যাবে—এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন নাসার বিজ্ঞানীরা। সম্প্রতি
ভিত্তিহীন তত্ত্ব দিয়ে কিছু গবেষকেরা দাবি করেছেন, ভয়াবহ পরিবেশগত বিপর্যয়
ঘটতে যাচ্ছে। এ বছরের ২৪ সেপ্টেম্বর মহাকাশ থেকে আসা এক বিশাল পাথর
পৃথিবীতে আছড়ে পড়তে পারে। বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটেও বিষয়টি নিয়ে নানা গুজব
ছড়িয়ে পড়ছে।
ওই তাত্ত্বিক গবেষকেদের মতে, পৃথিবীর শীর্ষ দেশগুলোর সরকার বিষয়টি অবগত থাকলেও জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে ভেবে তথ্য প্রকাশ করছে না। কিন্তু এই বিপর্যয় থেকে বাঁচতে বিত্তশালীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, ‘এখন পৃথিবীর কক্ষপথের দিকে কোনো গ্রহাণু বা ধূমকেতু আসার আশঙ্কা নেই, সেটা নাসা ভালো করে জানে। তাই বড় ধরনের কোনো বিপর্যয় ঘটার সম্ভাবনা খুবই সামান্য।’
নাসার গবেষকেরা জানিয়েছে, ‘আমরা যে বিষয়টি নিশ্চিত করে বলতে পারি তা হচ্ছে, আগামী কয়েক শ বছরের মধ্যেও বিশাল আকারের কোনো বস্তু পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা নেই।’ জিনিউজ ও ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস অবলম্বনে
ওই তাত্ত্বিক গবেষকেদের মতে, পৃথিবীর শীর্ষ দেশগুলোর সরকার বিষয়টি অবগত থাকলেও জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে ভেবে তথ্য প্রকাশ করছে না। কিন্তু এই বিপর্যয় থেকে বাঁচতে বিত্তশালীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, ‘এখন পৃথিবীর কক্ষপথের দিকে কোনো গ্রহাণু বা ধূমকেতু আসার আশঙ্কা নেই, সেটা নাসা ভালো করে জানে। তাই বড় ধরনের কোনো বিপর্যয় ঘটার সম্ভাবনা খুবই সামান্য।’
নাসার গবেষকেরা জানিয়েছে, ‘আমরা যে বিষয়টি নিশ্চিত করে বলতে পারি তা হচ্ছে, আগামী কয়েক শ বছরের মধ্যেও বিশাল আকারের কোনো বস্তু পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা নেই।’ জিনিউজ ও ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস অবলম্বনে
No comments