দেশে ফিরে আন্দোলনে শরিক হওয়ার ঘোষণা খোকার
যুক্তরাষ্ট্রে
চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা
বলেছেন, ক্যান্সারের চিকিৎসা গ্রহণ শেষে শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং
সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে শরিক হবেন। যুক্তরাষ্ট্রের স্থানীয়
সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের
জবাবে তিনি আরও জানান, সরকারের মামলা-হামলার ভয়ে নয়, বরং ক্যান্সারের
চিকিৎসা গ্রহণের জন্যই তিনি দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করছেন।
চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে অচিরেই দেশে ফিরে পুরোমাত্রায় রাজনীতিতে
সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র
আগমনের পর এই প্রথম প্রকাশ্যে সাংবাদিকদের মুখোমুখি হলেন বিএনপির এই নেতা।
গত ৬ মাসেরও বেশি সময় ধরে তিনি চিকিৎসার কারণে দেশের বাইরে অবস্থান করছেন।
কেমোথেরাপি গ্রহণসহ চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে থাকার কারণে তিনি দেশে
ফিরতে পারছেন না। রবিবার নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনটির আয়োজন করেন
স্থানীয় বিএনপির নেতারা। মূলত শিকাগো সিটিতে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট
জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণকে ঘিরে উদ্ভুত পরিস্থিতির বিষয়ে কথা বলেন
তারা। সাদেক হোসেন খোকা সেখানে উপস্থিত ছিলেন অতিথি হিসাবে। এ সময় তিনি
সম্প্রতি লন্ডন সফরকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের
সঙ্গে বৈঠকের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তবে তাঁর চিকিৎসার
অগ্রগতির বিষয়ে কথা বলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ডা: মজিবুর রহমান
মজুমদার। তিনি জানান, কিডনি ক্যন্সারে আক্রান্ত সাদেক হোসেন খোকা চিকিৎসা
নিচ্ছেন ম্যানহাটনের মেমোরিয়াল সেøান ক্যাটারিং হসপিটালে। সেখানে তাঁকে
ওর্যাল কেমোথেরাপি দেয়া হচ্ছে এবং নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।
প্রথম ধাপের কেমোথেরাপি শেষ হলে চিকিৎিসকের পরামর্শ সাপেক্ষে তিনি দেশে
ফিরে যাবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাদেক হোসেন খোকা জানান, সম্প্রতি লন্ডন সফরকালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে তাঁর। দেশবাসীকে সঙ্গে নিয়ে সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে বর্তমান অনির্বাচিত ও অবৈধ সরকারকে বিদায় করা সম্ভব হবে বলে তাঁরা একমত হয়েছেন। সে কারণে চিকিৎসকের পরামর্শের ভিত্তিতেই শীঘ্রই দেশে ফিরে সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার মাহবুবউদ্দিন খোকন, স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে জিল্লুর রহমান ও সোলায়মান ভূঁইয়া প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণের অন্যতম উদ্যোক্তা ও শিকাগো সিটির কাউন্সিলম্যান শাহ মোজাম্মেল নান্টুও এতে বক্তব্য দেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাদেক হোসেন খোকা জানান, সম্প্রতি লন্ডন সফরকালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে তাঁর। দেশবাসীকে সঙ্গে নিয়ে সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে বর্তমান অনির্বাচিত ও অবৈধ সরকারকে বিদায় করা সম্ভব হবে বলে তাঁরা একমত হয়েছেন। সে কারণে চিকিৎসকের পরামর্শের ভিত্তিতেই শীঘ্রই দেশে ফিরে সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার মাহবুবউদ্দিন খোকন, স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে জিল্লুর রহমান ও সোলায়মান ভূঁইয়া প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণের অন্যতম উদ্যোক্তা ও শিকাগো সিটির কাউন্সিলম্যান শাহ মোজাম্মেল নান্টুও এতে বক্তব্য দেন।
No comments