পর্নোগ্রাফি ও জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৩০,০০০
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে পর্নোগ্রাফি ও জুয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ২ মাসব্যাপী একটি অভিযান চালানো হয়। ওই গণগ্রেপ্তার অভিযানে ৩০ হাজার সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। সম্প্রতি প্রদেশটিতে ৩ হাজার ১৪ জনকে আটক করা হয়েছে এবং অপর ৫ হাজার জনকে পর্নোগ্রাফি বা জুয়ার সঙ্গে জড়িত অভিযোগে আটক রাখা হয়েছে। ২ মাসে মোট গ্রেপ্তার করা হয়েছে ৩০ হাজার জনকে। গুয়াংডংয়ের প্রাদেশিক জননিরাপত্তা অধিদপ্তর এ তথ্য দিয়েছে। গত ২৪শে নভেম্বর হুইঝোউ শহরে পুলিশ অনলাইন জুয়াড়িদের একটি দলের বিরুদ্ধে অভিযান চালায়। ওই জুয়াচক্র ৫০ লাখ ডলারের জুয়ার আসর বসিয়েছিল অনলাইনে। পুলিশ এক বিবৃতিতে বলেছে, পর্নোগ্রাফি, জুয়া ও অবৈধ সেক্স বাণিজ্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকা-ে না জড়ায়। এ বছরের শুরুর দিকে গুয়াংডং প্রদেশের পুলিশ পতিতাবৃত্তির সঙ্গে জড়িত সন্দেহে ৩,০৩৩ জনকে গ্রেপ্তার করেছিল। অবৈধ সেক্স বাণিজ্যের জন্য কুখ্যাত ডংগুয়ান শহরের হোটেলগুলোতে অবাধে সেক্স সেবা চলছে, গত ফেব্রুয়ারি মাসে গণমাধ্যমে এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর পুলিশ অভিযানে নামে।
No comments