কাঁদলেন মজিনা
ঢাকায় ১১২২ দিনের দূতিয়ালি মিশনের ইতি টেনে বিদায় নিয়েছেন ড্যান মজিনা। গতকাল রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। মার্কিন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশই ছিল তার শেষ মিশন। তিনি তার ৩৩ বছরের বর্ণাঢ্য কূটনৈতিক জীবন থেকেও অবসর গ্রহণ করতে চলেছেন। একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, বরাবরের মতো গতকালও ঢাকায় ব্যস্ত সময় কাটিয়ে গেছেন আমেরিকান ওই দূত। বিদায়ী দিনটি ছিল একান্তই তার মিশনের সহকর্র্মীদের জন্য। সারা দিন তাদের সঙ্গেই ছিলেন তিনি। বাইরে কোন কর্মসূচি রাখেননি। অবশ্য সহকর্মীদের তরফে বিদায়ী সংবর্ধনাও পেয়েছেন তিনি। দূতাবাসে অতীতের যে কোন আয়োজনের চেয়ে গতকালের দিনটি ছিল ব্যতিক্রম। সেখানে মিশনের কর্মকর্তারা যেমন আবেগাপ্লুত বিদায় জানিয়েছেন তাদের মিশন প্রধানকে তেমনি ড্যান মজিনা আবেগাপ্লুত ছিলেন। বাইরের কর্মসূচিতে, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে বিদায়ের পর থেকে সংবাদ সম্মেলন পর্যন্ত বিদায়ী সব ক’টি আয়োজনে তিনি আবেগাপ্লুত হলেও আবেগ প্রকাশে সংযত ছিলেন এই পেশাদার কূটনীতিক। কিন্তু গতকাল দূতাবাসের আয়োজনে সহকর্মীরা তার জন্য যেমন চোখের পানি ফেলেছেন, তেমনি তিনিও চোখ মুছেছেন। দূতাবাস সূত্র জানায়, দিনের ব্যস্ততা শেষে সন্ধ্যার পরে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। দূতাবাসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে বিদায় জানান।
No comments