এ্যাপোলো ইস্পাতের ১৫% লভ্যাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাতের এজিএম অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান দীন মোহাম্মদের সভাপতিত্বে সভায় ৩০শে জুন’১৪ সমাপ্ত বছরের জন্য ঘোষিত ১৫% স্টক অনুমোদন করা হয়। সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য এম.এ মজিদ মো. রফিক, এ্যাপোলো ইস্পাতের ব্যবস্থপানা পরিচালক মো. আনসার আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান, নির্বাহী পরিচালক ও কোম্পানির সেক্রেটারি এস.এ. হাসান প্রমুখ। ২০১৪-২০১৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে এ্যাপোলো ইস্পাতের নিট আয় হয়েছে ১৩ কোটি ৫২ লাখ ৬৫,০০০ টাকা, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৬.৮৩% বেশি।
২০১৩-২০১৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে নিট আয় হয়েছিল ৯ কোটি ৮৮ লাখা ৫৭,৭৬৯ টাকা ইপিএস দাঁড়িয়েছে ০.৫৪ যখন কোম্পানির শেয়ার সংখ্যা ২৫ কোটি। ২০১৩-২০১৪ অর্থবছরের ই.পি.এস ছিল ০.৬৬ শেয়ার সংখ্যা ছিল ১৫ কোটি।
২০১৩-২০১৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে নিট আয় হয়েছিল ৯ কোটি ৮৮ লাখা ৫৭,৭৬৯ টাকা ইপিএস দাঁড়িয়েছে ০.৫৪ যখন কোম্পানির শেয়ার সংখ্যা ২৫ কোটি। ২০১৩-২০১৪ অর্থবছরের ই.পি.এস ছিল ০.৬৬ শেয়ার সংখ্যা ছিল ১৫ কোটি।
No comments