গুয়ান্তানামো থেকে চার আফগানকে দেশে ফেরত
বিশ্বের কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে
আটক আফগানিস্তানের চার বন্দিকে দেশে পাঠানো হয়েছে। পেন্টাগনের বরাত দিয়ে
রোববার এ খবর জানিয়েছে বিবিসি। কিউবার ওই মার্কিন কারাগারে সবমিলিয়ে আট
আফগান নাগরিক বন্দি ছিলেন। তাদের মধ্য থেকে শনিবার ওই চারজন ছাড়া পেয়েছেন।
এরা হলেন শাওয়ালি খান, খি আলি গুল, আবদুল গনি এবং মোহাম্মদ জহির। কোনো রকম
অভিযোগ গঠন করা ছাড়াই মার্কিন কর্তৃপক্ষ গত দশ বছরের বেশি সময় ধরে তাদের
গুয়ান্তানামোতে আটকে রেখেছিলেন। তাদের সম্পর্কে শনিবার পেন্টাগন এক
বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ছয়টি দফতর এবং টাস্কফোর্স নিরাপত্তাসহ
বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পর তাদের মুক্তি দেয়া হয়েছে। শনিবার এক মার্কিন
সামরিক বিমানে করে ওই চারজন কাবুল পৌঁছেছেন। তাদের আফগান কর্তৃপক্ষের হাতে
তুলে দেয়া হয়েছে। আফগানিস্তানের এক সরকারি সূত্র জানিয়েছে, শিগগিরই এই চার
ব্যক্তি তাদের পরিবারের সঙ্গে মিলিত হবেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের
অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ২০০২ সালে গুয়ান্তানামো বে কারাগারটি তৈরি করে।
এখানে বর্তমানে বিভিন্ন দেশের ১৩২ জন আটক রয়েছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা
এই কারাগারটি বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়ার পর ৬৪ জনকে মুক্তি দেয়ার
সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। চলতি মাসে দশজনকে মুক্তি দেয়া হয়েছে।
এদের ছয়জনকে উরুগুয়ে এবং বাকি চারজনকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে।
বোমা বিস্ফোরণে নিহত ৭ : আফগানিস্তানের পূর্বাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে সাতজন বেসামরিক নাগরিক নিহত ও তিনজন আহত হয়েছে। বোমাটি একটি গাড়িতে আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে। চলতি বছরে এ ধরনের হামলার ঘটনায় সবচেয়ে বেশি লোক হতাহত হয়। রোববার কর্মকর্তারা এ কথা জানান। আসাদাবাদ থেকে একটি পিক-আপ ট্রাক পাকিস্তান সীমান্তবর্তী নরি জেলায় যাওয়ার সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
বোমা বিস্ফোরণে নিহত ৭ : আফগানিস্তানের পূর্বাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে সাতজন বেসামরিক নাগরিক নিহত ও তিনজন আহত হয়েছে। বোমাটি একটি গাড়িতে আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে। চলতি বছরে এ ধরনের হামলার ঘটনায় সবচেয়ে বেশি লোক হতাহত হয়। রোববার কর্মকর্তারা এ কথা জানান। আসাদাবাদ থেকে একটি পিক-আপ ট্রাক পাকিস্তান সীমান্তবর্তী নরি জেলায় যাওয়ার সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
No comments