বাঙ্গালী জাতিকে আত্মপরিচয় ও হারানো গৌরব ফিরিয়ে আনতে শিক্ষিত জনগোষ্টীর বিকল্প নেই -অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাাহ্
আজ থেকে হাজার বছর আগে এই উপমহাদেশ শিক্ষা ও সম্পদে ভরপুর ছিল সেই সম্পদ বিদেশী লুটেরা লুন্ঠন করেছে এবং এই জাতির আত্মপরিচয় মুছে দিয়ে পরনির্ভতা অভ্যাসে পরিনতির করার চেষ্টা করেছে। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর লক্ষ প্রানের বিনিময়ে স্বাধীনতা লাভ করেছি।এখন সময় এসেছে বাঙ্গালী জাতিকে আত্মপরিচয় ও হারানো গৌরব ফিরিয়ে আনতে শিক্ষিত জনগোষ্টীর বিকল্প নেই। শিক্ষার মাধ্যমে জাতিকে ঘুরে দাড়াতে হবে চট্টগ্রামের ক্লাসনির্ভর শিক্ষা প্রতিষ্ঠান মেরন সান স্কুল এন্ড কলেজ চকবাজার ক্যাম্পাসে বিজয় দিবসের আলোচনা সভা ও প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ গত ২২ ডিসেম্বর স্কুল মাঠে অনুষ্টিত অনুষ্টানে অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাাহ্ সভাপতির বক্তব্যে একথা বলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইংল্যান্ডের কুইন্স ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর মো. মহিউদ্দিন, উদ্ভোধনী বক্তব্য রাখেন,দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক, মিজানুর রহমান চৌধুরী,চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোরশেদ হোসন, মেরন সান স্কুল এন্ড কলেজে একাডেমিক কো-অর্ডিনেটর শিহাব উদ্দিন, চকবাজার ক্যাম্পাসের উপাধ্যক্ষ রাজেশ কান্তি পাল, চকবাজার ক্যাম্পাসের উপাধ্যক্ষ নূর কাশেম তালুকদার,মেরিট বাংলাদেশ স্কুল কলেজের উপাধ্যক্ষ শরিফুল কাদের বালিকা ক্যাম্পাসের প্রিন্সিপাল মনোয়ারা বেগম। পরে প্রতিষ্টানের বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
No comments