শৈত্যপ্রবাহ আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্থ
শৈত্যপ্রবাহ আর হিমেল হাওয়ায় চিলমারী উপজেলার জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। দিনভর মেঘাছন্ন আকাশ আর হিমেল হাওয়ায় মানুষের হাঁড়ে কাপন ধরে যায়। সন্ধ্যার পর পরই বন্ধ হয়ে যায় দোকানপাট। তীব্র শীতে ইরি-বোরো বীজতলা কোল্ড ইঞ্জুরীতে আক্রান্ত হওয়ায় বোরো ধানের চারা হলদে বর্ণ ধারণ করছে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। প্রায় সব সবজির দাম মাত্রারিক্ত বৃদ্ধি পাওয়ায় দিনমজুর শ্রেণীর লোকজনের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ঘণ কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে দিনমজুর শ্রেণীর লোকজন কাজে যেতে পারছে না। হাট-বাজারেও লোকজনের উপস্থিতি কম লক্ষ্য করা যাচ্ছে।
No comments