তিউনিশিয়ায় ঐতিহাসিক নির্বাচনে বিজয় দাবি ইসেবসির
তিউনিশিয়ায় গণতান্ত্রিক পন্থায় অনুষ্ঠিত প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনার প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন ধর্মনিরপেক্ষ নিদ্দা তিউনিস দলের নেতা ৮৮ বছর বয়সী বেজি কেইদ ইসেবসি। গতকাল দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ঐতিহাসিক এ নির্বাচনের প্রাথমিক ভোট গণনা অনুযায়ী, সাড়ে ৫৫ শতাংশ ভোট পেয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী বেজি। এরই মধ্যে তিনি নিজেকে বিজয়ী হিসেবে দাবি করে একটি বিবৃতিও প্রদান করেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। তিউনিশিয়ার ‘শহীদদের’ প্রতি তিনি তার এ বিজয় উৎসর্গ করেছেন। এক্সিট পোলের কয়েকটি গণনায় একই ফলাফল দেখানো হচ্ছে। তবে চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। রাজধানী তিউনিসে ইসেবসির সমর্থকরা বিজয় উদযাপন করেন। এদিকে তার প্রতিদ্বন্দ্বী ও তত্ত্বাবধায়ক সরকারের প্রেসিডেন্ট মোনসেফ মারজুকির পক্ষে নির্বাচন প্রচারণায় অংশ নেয়া কর্মীরা বলেছেন, বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও কাছাকাছি হওয়ায় ফলাফল আগেভাগেই বলা সম্ভব নয়। তিউনিশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ইসেবসি। আরব বসন্তের ঢেউ প্রথম লাগে এ দেশটিতে এবং ক্ষমতাচ্যুত হন তিউনিশিয়ার একনায়ক। আরব বসন্তের সে ঢেউ একে একে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। এর আগে দুই প্রার্থীর কেউ ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হয়।
No comments