এসএমএসে পোর্টফলিও সেবা সিডিবিএল’র
অনলাইন ও মোবাইল ফোনের ক্ষুদে বার্তার মাধ্যমে বিনিয়োগ সেবা দেবে সেন্টাল ডিপোজিটরি বাংলাদেশ লি.। সিডিবিএলে আগে থেকে অনলাইন সেবা ব্যবস্থা চালু থাকলেও এসএমএস সেবা এই প্রথম চালু করা হচ্ছে। এ ব্যাপারে সিডিবিএলের সিস্টেম এডমিনিস্ট্রেটর এনালিস্ট মো. রাকিবুল ইসলাম বলেন, সিডিবিলের ওয়েবসাইটে বিনিয়োগকারীরা নিবন্ধন করলে তাদের পোর্টফলিওর হালনাগাদ তথ্য জানতে পারবেন সহজে। কোন কোম্পানির শেয়ারের দাম কত টাকায় অবস্থান করছে এবং গ্রাহক কত টাকা মুনাফা বা লোকসানে আছেন তা সহজে জানতে পারবেন। এসএমএস সার্ভিসের ব্যাপারে তিনি বলেন, বিও হিসাব থেকে টাকা ডেবিট-ক্রেডিট হলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীর মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠাবে সিডিবিএল। এ ক্ষেত্রে কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে জানতে চাইলে রাকিবুল ইসলাম বলেন, সিডিবিলের ওয়েবসাইটে একটি ফরম পাওয়া যাবে। ফরমটি পূরণ করে সংশ্লিষ্ট ব্রোকার হাউজ বা ডিপিতে জমা দিতে হবে।
আমরা ডিপি থেকে ওই ফরম সংগ্রহ করব। এরপর ফরমে দেয়া ই-মেইল ঠিকানা অনুযায়ী বিনিয়োগকারীর কাছে ‘ইন্টারনেট ব্যালান্স ইকয়োরি পোর্টফলিও’-এর জন্য ইউজার নেম ও পাসওয়ার্ড পাঠিয়ে দেব। পরে বিনিয়োগকারীরা নিজের একাউন্টে প্রবেশ করে হালনাগাদ তথ্য দেখতে পারবেন। তিনি বলেন, ইন্টারনেট ব্যালান্স ইকয়োরি পোর্টফলিও এবং এসএমএস সেবা দেয়ার বিনিয়ময়ে পৃথকভাবে ২০০ টাকা করে চার্জ নেয়া হবে।
আমরা ডিপি থেকে ওই ফরম সংগ্রহ করব। এরপর ফরমে দেয়া ই-মেইল ঠিকানা অনুযায়ী বিনিয়োগকারীর কাছে ‘ইন্টারনেট ব্যালান্স ইকয়োরি পোর্টফলিও’-এর জন্য ইউজার নেম ও পাসওয়ার্ড পাঠিয়ে দেব। পরে বিনিয়োগকারীরা নিজের একাউন্টে প্রবেশ করে হালনাগাদ তথ্য দেখতে পারবেন। তিনি বলেন, ইন্টারনেট ব্যালান্স ইকয়োরি পোর্টফলিও এবং এসএমএস সেবা দেয়ার বিনিয়ময়ে পৃথকভাবে ২০০ টাকা করে চার্জ নেয়া হবে।
No comments