ফেসবুকে একটি স্ট্যাটাস, তারপরই...
মৃত্যু প্রস্তুতি শেষ। এমনভাবে পরপারে চলে যাওয়ার জন্য বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস। এরপর পাওয়া গেল তার ঝুলন্ত লাশ। কুলাউড়ায় মাছুম আহমদ (১৫) নামের নবম শ্রেণীর এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের কানিকিয়ারি গ্রামের মোক্তার হোসেনের ছেলে ও স্থানীয় আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। গতকাল সন্ধ্যায় মাছুম আহমদ তার ফেসবুকে স্ট্যাটাস দেয় সে আত্মহত্যা করবে। তার বন্ধুরা ফেসবুকে স্ট্যাটাসটি দেখে তাৎক্ষণিক মাছুমের বাড়িতে বিষয়টি জানালে খোঁজাখুঁজি শুরু হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের বাগানের একটি গাছের সঙ্গে গরু বাঁধার দড়িতে ঝুলন্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দেখতে পান। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাজারের মুসলিম এইড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মাছুম আহমদকে মৃত ঘোষণা করেন। ৩ ভাই ও ১ বোনের মধ্যে মাছুম ছিল দ্বিতীয়। পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন থেকে মাছুম আনমনা হয়ে চলত। তার উদাসীনতা নিয়ে পরিবারের কেউ তাকে জিজ্ঞেস করলে সে বলত না কিছু না মাথা ব্যথা করছে। তার বন্ধুরা জানালেন তাদের ধারণা, কোন মেয়ের সঙ্গে সম্পর্কজনিত কারণে সে এ পথ বেঁচে নিতে পারে। কয়েক দিন থেকে মাছুম তার ফেসবুকে এ রকম মান-অভিমান ও চাওয়া-পাওয়ার ব্যবধান বিষয়ে বেশ কয়েকটি স্ট্যাটাস দেয়। সর্বশেষ স্ট্যাটাস ছিল আমি আত্মহত্যা করতে যাচ্ছি। আর কোন দিনই এ প্রোফাফইল থেকে আর স্ট্যাটাস দেয়া হবে না। গুডবাই সবাইকে। এর পরই তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
No comments