‘সংশোধনীতে বিচার বিভাগের স্বাধীনতা হুমকির মুখে’
বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে দিয়ে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির সভাপতি সিনিয়র এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলতে এই সংশোধন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারকে এ জন্য একদিন জনগণের কাছে জবাবদিহি করতে হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আজ এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ সহসম্পাদক এডভোকেট নাসরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। খন্দকার মাহবুব হোসেন বলেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের সহায়তায় ভোটারবিহীন নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতায় রয়েছে। সেই ভোটারবিহীন সংসদের কাছে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা দিয়ে সরকার সম্পূর্ণ অনৈতিক ও অবৈধভাবে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করেছে। বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী বুধবার রাতে সংসদে পাস হয়।
No comments