নাইজেরিয়ায় অপহৃত স্কুলছাত্রীদের পরিবারের পাশে মালালা

নাইজেরিয়ায় অপহৃত ২০০র বেশি স্কুলছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনকর্মী ও স্কুলছাত্রী মালালা ইউসুফজাই। রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ার ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম গত এপ্রিলে ওই স্কুলছাত্রীদের অপহরণ করে।
সশস্ত্র জঙ্গি সংগঠন বোকো হারামের অনেক সদস্য নাইজেরিয়ায় বন্দি আছে। বন্দি ওই সহযোদ্ধাদের মুক্তি দেয়া হলে বোকো হারাম অপহৃত স্কুলছাত্রীদেরও মুক্তি দেবে বলে জানিয়েছে। অপহৃত ওই স্কুলছাত্রীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে শনিবার নিজের জন্মদিনে নাইজেরিয়া যান মালালা। নাইজেরিয়ায় পৌঁছানোর পর তিনি জানান, সাহসী ওই মেয়েদের (অপহৃত) সম্মান জানাতেই বাবার সঙ্গে তিনি নাইজেরিয়া এসেছেন। ১৭ বছর বয়সী মালালা ইউসুফজাই মেয়েদের জন্য উন্নত শিক্ষার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ২০১২ সালে মেয়েদের শিক্ষার পক্ষে প্রচার চালানোর কারণে তার মাথায় গুলি করে পাকিস্তানি তালেবান জঙ্গিরা।

No comments

Powered by Blogger.