'গণমাধ্যমের আচরণ শকুনের মতো'
নেলসন ম্যান্ডেলার সংকটপূর্ণ অবস্থা নিয়ে
গণমাধ্যমগুলো 'নির্লজ্জ বাড়াবাড়ি' করছে বলে অভিযোগ করেছেন তাঁর বড় মেয়ে
মাকাজিওয়ে ম্যান্ডেলা। গণমাধ্যমের আচরণকে তিনি 'শকুনের' সঙ্গে তুলনা করে
বলেছেন, শকুন যেমন মৃতদেহের জন্য অপেক্ষা করে এরাও তেমনটিই করছে।
রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল এসএবিসিকে গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন তিনি।
বিদেশি গণমাধ্যমগুলো বর্ণবাদী ধ্যানধারণায় পরিচালিত বলে অভিযোগ করেন মাকাজিওয়ে । তাঁর বাবাকে যখন হাসপাতালে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে তখন গণমাধ্যমগুলো সাংস্কৃতিক ভব্যতার সীমা লঙ্ঘন করছে এবং ম্যান্ডেলা পরিবারকে বিড়ম্বনার মধ্যে ফেলছে। তিনি বলেন, 'শকুন যেমন অপেক্ষা করে কখন সিংহ তার খাওয়া শেষ করে চলে যাবে, কখন সে মৃত মহিষের এক টুকরা মাংস পাবে, গণমাধ্যমগুলো তেমনই করছে।' মাকাজিওয়ে জানান, তাদের পরিবারও এখন ওই মৃত মহিষের মতোই। সাংবাদিকরা শুধু হাসপাতালেই তাদের পিছু নিচ্ছে এমন নয়, তারা যখন গ্রামের বাড়িতে গিয়েছিল সেখানেও তারা পিছু নেয়। তিনি বলেন, 'তারা (গণমাধ্যম) সব সীমা লঙ্ঘন করেছে। আমরা আফ্রিকার মানুষ বলেই কি তারা আমাদের, আমাদের আইন-কানুনের প্রতি সম্মান দেখাচ্ছে না? এখানকার সবকিছুই উপেক্ষা করতে পারে? আমি মনে করি, এটা খুবই খারাপ এবং স্থূল।' মাকাজিওয়ে জানান, তাঁর বাবা বিশ্বনেতা বলে তাঁর প্রাইভেসি ও মর্যাদাকে সম্মান করা যাবে না এমন হতে পারে না। 'তাতা (বাবা) এবং আমাদের পরিবারের প্রাইভেসি ও মর্যাদার অধিকার আছে। লোকজন যদি বলে তারা নেলসন ম্যান্ডেলাকে সম্মান করে তা হলে অবশ্যই তাঁর সবকিছুর প্রতি সম্মান দেখাতে হবে। আমি মনে করি না, বাবা বিশ্বনেতা বলেই তাঁর সবকিছু জনসম্মুখে প্রকাশ করতে হবে।' সূত্র : এএফপি।
বিদেশি গণমাধ্যমগুলো বর্ণবাদী ধ্যানধারণায় পরিচালিত বলে অভিযোগ করেন মাকাজিওয়ে । তাঁর বাবাকে যখন হাসপাতালে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে তখন গণমাধ্যমগুলো সাংস্কৃতিক ভব্যতার সীমা লঙ্ঘন করছে এবং ম্যান্ডেলা পরিবারকে বিড়ম্বনার মধ্যে ফেলছে। তিনি বলেন, 'শকুন যেমন অপেক্ষা করে কখন সিংহ তার খাওয়া শেষ করে চলে যাবে, কখন সে মৃত মহিষের এক টুকরা মাংস পাবে, গণমাধ্যমগুলো তেমনই করছে।' মাকাজিওয়ে জানান, তাদের পরিবারও এখন ওই মৃত মহিষের মতোই। সাংবাদিকরা শুধু হাসপাতালেই তাদের পিছু নিচ্ছে এমন নয়, তারা যখন গ্রামের বাড়িতে গিয়েছিল সেখানেও তারা পিছু নেয়। তিনি বলেন, 'তারা (গণমাধ্যম) সব সীমা লঙ্ঘন করেছে। আমরা আফ্রিকার মানুষ বলেই কি তারা আমাদের, আমাদের আইন-কানুনের প্রতি সম্মান দেখাচ্ছে না? এখানকার সবকিছুই উপেক্ষা করতে পারে? আমি মনে করি, এটা খুবই খারাপ এবং স্থূল।' মাকাজিওয়ে জানান, তাঁর বাবা বিশ্বনেতা বলে তাঁর প্রাইভেসি ও মর্যাদাকে সম্মান করা যাবে না এমন হতে পারে না। 'তাতা (বাবা) এবং আমাদের পরিবারের প্রাইভেসি ও মর্যাদার অধিকার আছে। লোকজন যদি বলে তারা নেলসন ম্যান্ডেলাকে সম্মান করে তা হলে অবশ্যই তাঁর সবকিছুর প্রতি সম্মান দেখাতে হবে। আমি মনে করি না, বাবা বিশ্বনেতা বলেই তাঁর সবকিছু জনসম্মুখে প্রকাশ করতে হবে।' সূত্র : এএফপি।
No comments