বার্সার চেয়েও সিটি ভালো
লিওনেল মেসি, জাভি, আন্দ্রেস ইনিয়েস্তা, ডেভিড ভিয়া, সেস ফ্যাব্রিগাস...বার্সোলোনার তারকা খেলোয়াড়ের তালিকাটা লম্বা। কম যায় না ম্যানচেস্টার সিটিও। আরব ধনকুবেরের হাতে ক্লাবের মালিকানা যাওয়ার পর থেকেই তারকাদের ভিড়। এই মৌসুমে সার্জিও আগুয়েরোর পর সামির নাসরিকেও দলে টেনেছে সিটি।
বার্সেলোনা আর সিটি—এই দুই দলের খেলোয়াড়দের ওজন মেপে হ্যারি রেডন্যাপ এই সিদ্ধান্তে এসেছেন, দলগত বিবেচনায় বার্সেলোনার চেয়ে সিটি অনেক ভালো! চেলসি মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চাচার ফুটবল প্রজ্ঞা নিয়ে কারও প্রশ্ন নেই। অনেকে এমনও মনে করেন, ইংল্যান্ডের কোচ হওয়ার যোগ্যতাও তাঁর অনেকের চেয়ে বেশি। সুতরাং রেডন্যাপের মন্তব্যকে আপনি উড়িয়ে দিতে পারেন না। টটেনহাম হটস্পারের এই বর্ষীয়ান কোচের মন্তব্য, ‘আমি তো বলব, ওদের স্কোয়াড বার্সেলোনার চেয়েও শক্তিশালী। সত্যিই একটা অসাধারণ দল পেয়েছে তারা। আগুয়েরো, তেভেজ, জেকো বিস্ময়কর খেলোয়াড়। ওদের আক্রমণভাগের দিকে তাকান। নিজেদের দিনে ওদের যেকোনো একজন প্রতিপক্ষকে শায়েস্তা করতে পারে।’
এর পর খেলোয়াড় ধরে ধরে বিশ্লেষণ করে দিয়েছেন রেডন্যাপ, ‘ডেভিড সিলভা বিশ্বমানের, এখন বিশ্বের যেকোনো একাদশে খেলার যোগ্যতা আছে ওর। ও ছাড়াও ওদের দলটা ভালোমানের খেলোয়াড়ে ভরা। ডি ইয়ং, ইয়া তোরেরা আছে। জেমস মিলনার, অ্যাডাম জনসনের মতো খেলোয়াড়েরা একাদশে জায়গা পেতে লড়াই করছে।’
নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের ছায়ায় আর ঢাকা পড়তে চায় না সিটি। গতবার মর্যাদার এফএ কাপ জিতেছে তারা ১৯৬৯ সালের পর প্রথম। গতবার লিগও শেষ করেছে তিনে থেকে। প্রথমবারের মতো উঠে গেছে চ্যাম্পিয়নস লিগে। রেডন্যাপ মনে করেন, এবার থেকে সবগুলো টুর্নামেন্টেই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবে সিটি, ‘সত্যিই অবিশ্বাস্য একটা দল ওরা। আমি মনে করি, ধীরে ধীরে ওরা সবগুলো শিরোপার জন্যই চ্যালেঞ্জ জানাবে। কারণ বিশ্বের সেরা খেলোয়াড়দের কিনে আনার মতো টাকা ওদের আছে। যদি এই মালিক থেকে যান, আমি নিশ্চিত তিনি থাকবেন, এমন একসময় আসবে, প্রিমিয়ার লিগও জিতবে ওরা।’
বার্সেলোনা আর সিটি—এই দুই দলের খেলোয়াড়দের ওজন মেপে হ্যারি রেডন্যাপ এই সিদ্ধান্তে এসেছেন, দলগত বিবেচনায় বার্সেলোনার চেয়ে সিটি অনেক ভালো! চেলসি মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চাচার ফুটবল প্রজ্ঞা নিয়ে কারও প্রশ্ন নেই। অনেকে এমনও মনে করেন, ইংল্যান্ডের কোচ হওয়ার যোগ্যতাও তাঁর অনেকের চেয়ে বেশি। সুতরাং রেডন্যাপের মন্তব্যকে আপনি উড়িয়ে দিতে পারেন না। টটেনহাম হটস্পারের এই বর্ষীয়ান কোচের মন্তব্য, ‘আমি তো বলব, ওদের স্কোয়াড বার্সেলোনার চেয়েও শক্তিশালী। সত্যিই একটা অসাধারণ দল পেয়েছে তারা। আগুয়েরো, তেভেজ, জেকো বিস্ময়কর খেলোয়াড়। ওদের আক্রমণভাগের দিকে তাকান। নিজেদের দিনে ওদের যেকোনো একজন প্রতিপক্ষকে শায়েস্তা করতে পারে।’
এর পর খেলোয়াড় ধরে ধরে বিশ্লেষণ করে দিয়েছেন রেডন্যাপ, ‘ডেভিড সিলভা বিশ্বমানের, এখন বিশ্বের যেকোনো একাদশে খেলার যোগ্যতা আছে ওর। ও ছাড়াও ওদের দলটা ভালোমানের খেলোয়াড়ে ভরা। ডি ইয়ং, ইয়া তোরেরা আছে। জেমস মিলনার, অ্যাডাম জনসনের মতো খেলোয়াড়েরা একাদশে জায়গা পেতে লড়াই করছে।’
নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের ছায়ায় আর ঢাকা পড়তে চায় না সিটি। গতবার মর্যাদার এফএ কাপ জিতেছে তারা ১৯৬৯ সালের পর প্রথম। গতবার লিগও শেষ করেছে তিনে থেকে। প্রথমবারের মতো উঠে গেছে চ্যাম্পিয়নস লিগে। রেডন্যাপ মনে করেন, এবার থেকে সবগুলো টুর্নামেন্টেই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবে সিটি, ‘সত্যিই অবিশ্বাস্য একটা দল ওরা। আমি মনে করি, ধীরে ধীরে ওরা সবগুলো শিরোপার জন্যই চ্যালেঞ্জ জানাবে। কারণ বিশ্বের সেরা খেলোয়াড়দের কিনে আনার মতো টাকা ওদের আছে। যদি এই মালিক থেকে যান, আমি নিশ্চিত তিনি থাকবেন, এমন একসময় আসবে, প্রিমিয়ার লিগও জিতবে ওরা।’
No comments