সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট টনি
সিঙ্গাপুরের সাবেক উপপ্রধানমন্ত্রী টনি তান দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী তান চ্যাং বককে তিনি অল্প ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
৭১ বছর বয়সী টনি তান ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির সদস্য ছিলেন। তাই এই নির্বাচনে তাঁকে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী লি হাসেইন লুং সমর্থন দিয়েছেন। কিন্তু সিঙ্গাপুরের প্রেসিডেন্ট পদ অরাজনৈতিক হওয়ায় প্রার্থীদের ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়।
নির্বাচন বিভাগের প্রধান ইয়াম আ মি গতকাল রোববার জানান, প্রায় ২১ লাখ ভোটের মধ্যে টনি তান ৩৫ শতাংশ ভোট পেয়েছেন। ভোট গণনায় দেখা যায়, টনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পার্লামেন্টের সাবেক সদস্য তান চেং বকের চেয়ে মাত্র সাত হাজার ২৬৯ ভোট বেশি পেয়েছেন। অন্য প্রেসিডেন্ট প্রার্থী তান জি ২৫ শতাংশ এবং তান কিন লিয়ান পাঁচ শতাংশ ভোট পেয়েছেন।
দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান কম হওয়ায় আবার ভোট গণনা হয়। এ কারণে ফল প্রকাশে কয়েক ঘণ্টা দেরি হয়। দ্বিতীয়বারের গণনায়ও টনি তান বিজয়ী হন।
ফল ঘোষণার পর টনি তান বলেন, ‘সিঙ্গাপুরবাসীর প্রতি দায়িত্ব পালনে যথাসাধ্য কাজ করব।’
তিন মাস আগে দেশটিতে সাধারণ নির্বাচনে পিপলস অ্যাকশন পার্টি বিরোধীদের কাছে ছয়টি আসন হারায়। বিশ্লেষকদের মতে, অভিবাসন, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নিয়ে ভোটারদের মধ্যে সৃষ্ট ক্ষোভের প্রতিফলন ঘটে ওই নির্বাচনে।
৭১ বছর বয়সী টনি তান ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির সদস্য ছিলেন। তাই এই নির্বাচনে তাঁকে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী লি হাসেইন লুং সমর্থন দিয়েছেন। কিন্তু সিঙ্গাপুরের প্রেসিডেন্ট পদ অরাজনৈতিক হওয়ায় প্রার্থীদের ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়।
নির্বাচন বিভাগের প্রধান ইয়াম আ মি গতকাল রোববার জানান, প্রায় ২১ লাখ ভোটের মধ্যে টনি তান ৩৫ শতাংশ ভোট পেয়েছেন। ভোট গণনায় দেখা যায়, টনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পার্লামেন্টের সাবেক সদস্য তান চেং বকের চেয়ে মাত্র সাত হাজার ২৬৯ ভোট বেশি পেয়েছেন। অন্য প্রেসিডেন্ট প্রার্থী তান জি ২৫ শতাংশ এবং তান কিন লিয়ান পাঁচ শতাংশ ভোট পেয়েছেন।
দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান কম হওয়ায় আবার ভোট গণনা হয়। এ কারণে ফল প্রকাশে কয়েক ঘণ্টা দেরি হয়। দ্বিতীয়বারের গণনায়ও টনি তান বিজয়ী হন।
ফল ঘোষণার পর টনি তান বলেন, ‘সিঙ্গাপুরবাসীর প্রতি দায়িত্ব পালনে যথাসাধ্য কাজ করব।’
তিন মাস আগে দেশটিতে সাধারণ নির্বাচনে পিপলস অ্যাকশন পার্টি বিরোধীদের কাছে ছয়টি আসন হারায়। বিশ্লেষকদের মতে, অভিবাসন, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নিয়ে ভোটারদের মধ্যে সৃষ্ট ক্ষোভের প্রতিফলন ঘটে ওই নির্বাচনে।
No comments