আর্সেনালের জালে ম্যানইউর ৮ গোল
রেকর্ড বইয়ে কোনো পরিবর্তন হয়নি, তবে ওল্ড ট্রাফোর্ডে কালকের ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল ম্যাচটি রেকর্ড বই খুলতে বাধ্য করেছে। ১০ জনের আর্সেনালকে ম্যানইউ ৮-২ গোলে উড়িয়ে দেওয়ার পরই শুরু হয় রেকর্ড খোঁজা। ১৯৮৬ সালের পর এটিই আর্সেনালের সবচেয়ে বাজে পরাজয়।
ম্যানইউর সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি ১০-০ গোলে। ১৯৫৬ সালে এই জয় তারা পেয়েছিল ইউরোপিয়ান কাপে আন্ডারলেখটের বিপক্ষে। প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় জয়টিও ম্যানইউর (ইপসউইপের বিপক্ষে, ৯-০)।
কাল নতুন কোনো রেকর্ড না হলেও প্রিমিয়ার লিগের বড় জয়ের তালিকায় জায়গা করে নিয়েছে রুনির হ্যাটট্রিকে পাওয়া জয়টি। জোড়া গোল করেছেন অ্যাশলি ইয়ং। একটি করে গোল ওয়েলবেক, নানি ও পার্কের। আর্সেনালের গোল দুটি রবিন ফন পার্সি ও ওয়ালকটের। এডিন জেকোর চার গোলে টটেনহামকে ৫-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টারের আরেক ক্লাব ম্যান সিটি।
ম্যানইউর সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি ১০-০ গোলে। ১৯৫৬ সালে এই জয় তারা পেয়েছিল ইউরোপিয়ান কাপে আন্ডারলেখটের বিপক্ষে। প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় জয়টিও ম্যানইউর (ইপসউইপের বিপক্ষে, ৯-০)।
কাল নতুন কোনো রেকর্ড না হলেও প্রিমিয়ার লিগের বড় জয়ের তালিকায় জায়গা করে নিয়েছে রুনির হ্যাটট্রিকে পাওয়া জয়টি। জোড়া গোল করেছেন অ্যাশলি ইয়ং। একটি করে গোল ওয়েলবেক, নানি ও পার্কের। আর্সেনালের গোল দুটি রবিন ফন পার্সি ও ওয়ালকটের। এডিন জেকোর চার গোলে টটেনহামকে ৫-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টারের আরেক ক্লাব ম্যান সিটি।
No comments