এবার সানডে মিররের বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ
যুক্তরাজ্যে নিউজ অব দ্য ওয়ার্ল্ড পত্রিকাকে কেন্দ্র করে ওঠা ঝড় না থামতেই এবার সানডে মিরর-এর বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ পাওয়া গেছে। বিবিসি এ বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়ার কথা জানিয়েছে।
বিবিসির ‘নিউজনাইট’-এর পক্ষ থেকে গত এক দশক সানডে মিরর পত্রিকায় কাজ করা এক সাংবাদিকের সঙ্গে কথা বলা হয়। ওই সাংবাদিকের দাবি, পত্রিকাটির নিউজরুমে নিয়মিত বিভিন্ন ব্যক্তির ফোনে হ্যাক করা অর্থাৎ আড়ি পাতা হতো, যা তিনি নিজে দেখেছেন।
সূত্র জানায়, অভিনেত্রী লিজ হার্লি ও ফুটবলার রিও ফার্দিনান্দের মতো তারকার ফোন হ্যাকিং করা হয়।
ওই সাংবাদিক নিউজনাইটের রিচার্ড ওয়াটসনকে বলেন, ‘একদিন বিকেলে আমি নিউজরুমে দেখলাম, লিজ হার্লির ফোন হ্যাক করা হচ্ছে। একজন প্রতিবেদক তাঁর ফোনের বার্তা শুনছেন ও তা টুকছেন।
বিবিসির ‘নিউজনাইট’-এর পক্ষ থেকে গত এক দশক সানডে মিরর পত্রিকায় কাজ করা এক সাংবাদিকের সঙ্গে কথা বলা হয়। ওই সাংবাদিকের দাবি, পত্রিকাটির নিউজরুমে নিয়মিত বিভিন্ন ব্যক্তির ফোনে হ্যাক করা অর্থাৎ আড়ি পাতা হতো, যা তিনি নিজে দেখেছেন।
সূত্র জানায়, অভিনেত্রী লিজ হার্লি ও ফুটবলার রিও ফার্দিনান্দের মতো তারকার ফোন হ্যাকিং করা হয়।
ওই সাংবাদিক নিউজনাইটের রিচার্ড ওয়াটসনকে বলেন, ‘একদিন বিকেলে আমি নিউজরুমে দেখলাম, লিজ হার্লির ফোন হ্যাক করা হচ্ছে। একজন প্রতিবেদক তাঁর ফোনের বার্তা শুনছেন ও তা টুকছেন।
No comments