তেজস্ক্রিয়া ছড়ানোর পরিমাণ প্রাথমিক হিসাবের দ্বিগুণ
ভূমিকম্প ও সুনামি আঘাত হানার প্রথম সপ্তাহে জাপানের ফুকুশিমায় দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বায়ুমণ্ডলে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ার পরিমাণ ছিল প্রাথমিক হিসাবের চেয়ে দ্বিগুণ। জাপানের নিউক্লিয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেফটি এজেন্সি (নিসা) এ কথা জানায়।
নিসা জানায়, ১১ মার্চের বিপর্যয়ের পর বায়ুমণ্ডলে সাত লাখ ৭০ হাজার টেরাবিকিউরেল তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়েছে, যা প্রাথমিক হিসাবের দ্বিগুণের বেশি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তিন লাখ ৭০ হাজার টেরাবিকিউরেল তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়েছে।
ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিপর্যয় নিয়ে বিশেষজ্ঞ দলের তদন্ত শুরু হওয়ার পর এসব তথ্য জানা গেল।
আগামী বছরের জানুয়ারির মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করে দেওয়ার আশা করছে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনাকারী কোম্পানি। তবে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করতে এর চেয়ে বেশি সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রটি থেকে এখনো তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ছে।
নিসা জানায়, ১১ মার্চের বিপর্যয়ের পর বায়ুমণ্ডলে সাত লাখ ৭০ হাজার টেরাবিকিউরেল তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়েছে, যা প্রাথমিক হিসাবের দ্বিগুণের বেশি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তিন লাখ ৭০ হাজার টেরাবিকিউরেল তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়েছে।
ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিপর্যয় নিয়ে বিশেষজ্ঞ দলের তদন্ত শুরু হওয়ার পর এসব তথ্য জানা গেল।
আগামী বছরের জানুয়ারির মধ্যে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করে দেওয়ার আশা করছে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনাকারী কোম্পানি। তবে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করতে এর চেয়ে বেশি সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রটি থেকে এখনো তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ছে।
No comments