অভিযোগ অস্বীকার স্ত্রস কানের
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস কান তাঁর বিরুদ্ধে আনা ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন। গত সোমবার তাঁকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এ সময় তাঁর স্ত্রী সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, স্ত্রস কান ম্যানহাটন হোটেলের এক নারীকর্মীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। ওই নারীকর্মীর আইনজীবী কেনেথ থম্পসন আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, স্ত্রস কানের ক্ষমতা, অর্থ ও বিশ্বজুড়ে প্রভাব কোনোটাই সত্যকে আড়াল করতে পারবে না। হোটেলের কক্ষে তিনি যা করেছেন, তা প্রমাণিত হবে।
আদালত ১৮ জুলাই পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন। অভিযোগ প্রমাণিত হলে স্ত্রস কানের সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।
এদিকে কানের আইনজীবী বেঞ্জামিন ব্র্যাফম্যান জোরালো ইঙ্গিত দেন, কান ও ওই নারীকর্মীর মধ্যে কোনো জবরদস্তিমূলক যৌন সংসর্গ হয়নি। বলপ্রয়োগের অভিযোগ অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। স্ত্রস কানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছেন ওই নারী।
উল্লেখ্য, স্ত্রস কান ম্যানহাটন হোটেলের এক নারীকর্মীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। ওই নারীকর্মীর আইনজীবী কেনেথ থম্পসন আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, স্ত্রস কানের ক্ষমতা, অর্থ ও বিশ্বজুড়ে প্রভাব কোনোটাই সত্যকে আড়াল করতে পারবে না। হোটেলের কক্ষে তিনি যা করেছেন, তা প্রমাণিত হবে।
আদালত ১৮ জুলাই পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন। অভিযোগ প্রমাণিত হলে স্ত্রস কানের সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।
এদিকে কানের আইনজীবী বেঞ্জামিন ব্র্যাফম্যান জোরালো ইঙ্গিত দেন, কান ও ওই নারীকর্মীর মধ্যে কোনো জবরদস্তিমূলক যৌন সংসর্গ হয়নি। বলপ্রয়োগের অভিযোগ অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। স্ত্রস কানের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছেন ওই নারী।
No comments