জারদারিকে ওবামার ফোন, সম্পর্ক পুনর্নির্মাণে মতৈক্য
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দুই দেশের মধ্যকার চির ধরা সম্পর্ক পুনর্নির্মাণে একমত হয়েছেন। গত বুধবার রাতে ওবামা ও জারদারি ফোনালাপে এ ব্যাপারে একমত হন। পাকিস্তানে মার্কিন অভিযানে আল-কায়দা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।
পাকিস্তানে সরকার এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার দিবাগত রাতে ওবামা করাচিতে জারদারিকে টেলিফোন করেন। আলাপচারিতায় দুই নেতা দেশ দুটির পারস্পরিক সম্পর্ক নিয়ে কথাবার্তা বলেন। দুই পক্ষই পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক পুনর্নির্মাণে যথাযথ পদক্ষেপ নিতে সম্মত হয়।
মার্কিন প্রেসিডেন্ট জঙ্গিবিরোধী লড়াইয়ে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন। বিবৃতিতে জানানো হয়, দুই নেতাই এ ক্ষেত্রে নিয়মিত মতবিনিময় ও যোগাযোগ বজায় রাখতে সম্মত হন।
চলতি বছর কয়েকটি ঘটনায় ইসলামাবাদ ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে চির ধরে। গত ২৭ জানুয়ারি সিআইএর ঠিকাদার রেমন্ড ডেভিসের গুলিতে দুজন পাকিস্তানি ও ২ মে মার্কিন অভিযানে লাদেন নিহত হওয়ার ঘটনা উল্লেখযোগ্য।
পাকিস্তানে সরকার এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার দিবাগত রাতে ওবামা করাচিতে জারদারিকে টেলিফোন করেন। আলাপচারিতায় দুই নেতা দেশ দুটির পারস্পরিক সম্পর্ক নিয়ে কথাবার্তা বলেন। দুই পক্ষই পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক পুনর্নির্মাণে যথাযথ পদক্ষেপ নিতে সম্মত হয়।
মার্কিন প্রেসিডেন্ট জঙ্গিবিরোধী লড়াইয়ে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন। বিবৃতিতে জানানো হয়, দুই নেতাই এ ক্ষেত্রে নিয়মিত মতবিনিময় ও যোগাযোগ বজায় রাখতে সম্মত হন।
চলতি বছর কয়েকটি ঘটনায় ইসলামাবাদ ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে চির ধরে। গত ২৭ জানুয়ারি সিআইএর ঠিকাদার রেমন্ড ডেভিসের গুলিতে দুজন পাকিস্তানি ও ২ মে মার্কিন অভিযানে লাদেন নিহত হওয়ার ঘটনা উল্লেখযোগ্য।
No comments