যুক্তরাজ্যও তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে
আফগানিস্তানের শান্তি-প্রক্রিয়ায় যুক্তরাজ্যও শরিক হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ গতকাল বৃহস্পতিবার কাবুল সফরকালে বিবিসি রেডিওকে এ তথ্য জানান। হেগ বলেন, ২০১৫ সালের মধ্যে আফগানিস্তান থেকে তাঁরা তাঁদের সব সেনা প্রত্যাহার করবেন।
এর আগে যুক্তরাষ্ট্র নিশ্চিত করে, আফগানিস্তানে এক দশক ধরে চলা সংকট নিরসনের লক্ষ্যে তারা তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে। উইলিয়াম হেগ বলেন, ‘এ কথা এখন আনুষ্ঠানিকভাবে বলার সময় এসেছে যে তালেবানের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। যুক্তরাজ্যও আফগানিস্তানের শান্তি-প্রক্রিয়ায় যুক্ত হয়েছে, সহায়ক ভূমিকা রাখছে।’ তবে এ ব্যাপারে এর বেশি কিছু বলতে অস্বীকৃতি জানান হেগ।
গত শনিবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেন, দেশটির চলমান সংকট নিরসনের লক্ষ্যে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে। এর পরদিনই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেন, এক দশক ধরে চলা সংকট নিরসনের লক্ষ্যে মার্কিন কর্মকর্তারা সে দেশের তালেবানের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছেন।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীতে যুক্তরাজ্যের অন্তত সাড়ে নয় হাজার সেনা রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র নিশ্চিত করে, আফগানিস্তানে এক দশক ধরে চলা সংকট নিরসনের লক্ষ্যে তারা তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে। উইলিয়াম হেগ বলেন, ‘এ কথা এখন আনুষ্ঠানিকভাবে বলার সময় এসেছে যে তালেবানের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। যুক্তরাজ্যও আফগানিস্তানের শান্তি-প্রক্রিয়ায় যুক্ত হয়েছে, সহায়ক ভূমিকা রাখছে।’ তবে এ ব্যাপারে এর বেশি কিছু বলতে অস্বীকৃতি জানান হেগ।
গত শনিবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেন, দেশটির চলমান সংকট নিরসনের লক্ষ্যে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে। এর পরদিনই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেন, এক দশক ধরে চলা সংকট নিরসনের লক্ষ্যে মার্কিন কর্মকর্তারা সে দেশের তালেবানের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছেন।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীতে যুক্তরাজ্যের অন্তত সাড়ে নয় হাজার সেনা রয়েছে।
No comments