আজহার উদ্দিনকে ছাড়িয়ে গেলেন ধোনি
গতকাল কিংস্টন টেস্ট জয়ের মাধ্যমে ভারতীয় অধিনায়ক হিসেবে নতুন একটি মাইলফলক অতিক্রম করেছেন মহেন্দ্র সিং ধোনি। মোহাম্মদ আজহার উদ্দিনকে পেছনে ফেলে তিনি চলে গেছেন ভারতের সেরা টেস্ট অধিনায়কের তালিকার দ্বিতীয় স্থানে। ২১টি টেস্ট জয়ে ভারতকে নেতৃত্ব দিয়ে এখন ধোনির সামনে আছেন শুধু সৌরভ গাঙ্গুলী।
৪৭টি টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক আজহার উদ্দিন। এর মধ্যে তিনি জয় পেয়েছিলেন ১৪টি ম্যাচে। আর গতকাল ওয়েস্ট ইন্ডিজকে ৬২ রানে হারিয়ে অধিনায়ক হিসেবে ১৫তম ম্যাচটি জিতেছেন ধোনি। ৪৯টি ম্যাচের মধ্যে সর্বোচ্চ ২১টি ম্যাচ জিতেছেন গাঙ্গুলী। তবে সাফল্যের হার বিচার করলে ধোনিই সবার চেয়ে এগিয়ে থাকবেন। ভারতের বিশ্বকাপজয়ী দলের এ অধিনায়ক মাত্র ২৫টি টেস্ট খেলেই জিতেছেন ১৫ বার। সাফল্যের হার ৬০ শতাংশ।
৪৭টি টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক আজহার উদ্দিন। এর মধ্যে তিনি জয় পেয়েছিলেন ১৪টি ম্যাচে। আর গতকাল ওয়েস্ট ইন্ডিজকে ৬২ রানে হারিয়ে অধিনায়ক হিসেবে ১৫তম ম্যাচটি জিতেছেন ধোনি। ৪৯টি ম্যাচের মধ্যে সর্বোচ্চ ২১টি ম্যাচ জিতেছেন গাঙ্গুলী। তবে সাফল্যের হার বিচার করলে ধোনিই সবার চেয়ে এগিয়ে থাকবেন। ভারতের বিশ্বকাপজয়ী দলের এ অধিনায়ক মাত্র ২৫টি টেস্ট খেলেই জিতেছেন ১৫ বার। সাফল্যের হার ৬০ শতাংশ।
No comments