অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ডাচ এমপি
মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ থেকে নেদারল্যান্ডের কট্টর ডানপন্থি নেতা ও পার্লামেন্ট সদস্য গিয়ার্ট ভিল্ডার্সকে অব্যাহতি দিয়েছেন আমস্টারডামের একটি আদালত। গতকাল বৃহস্পতিবার আদালত এ রায় দেন।
গিয়ার্ট ভিল্ডার্স বিভিন্ন সময় বক্তব্য রাখতে গিয়ে ইসলাম ধর্মকে ‘ফ্যাসিবাদী’ আখ্যায়িত করেন। এ ছাড়া ‘ফিতনা’ শিরোনামে নিজের বানানো ছবিতেও তিনি ইসলামবিরোধী মন্তব্য করেন। এর প্রতিবাদে মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে। সে দেশের সংখ্যালঘু মুসলিম গোষ্ঠীর প্রতিনিধিরা ভিল্ডার্সের বিরুদ্ধে মামলা করেন।
আত্মপক্ষ সমর্থনে ভিল্ডার্স দাবি করেন, তিনি ইসলাম সম্পর্কে মন্তব্য করেছেন, মুসলিমদের সম্পর্কে নয়। তাঁর দাবি, ডাচ আইন অনুযায়ী যেকোনো মতাদর্শের সমালোচনা করার স্বাধীনতা তাঁর রয়েছে।
বিচারক মার্শেল ভ্যান ওস্টেন গতকাল রায় ঘোষণার সময় বলেন, ভিল্ডার্স যেসব মন্তব্য করেছেন, তা প্রকাশ্য যুক্তিতর্কের ক্ষেত্রে গ্রহণযোগ্য। ফলে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো।
তবে বাদীপক্ষ বলেছে, তাঁরা মানবাধিকারবিষয়ক ইউরোপীয় আদালতে যাওয়ার কথা বিবেচনা করছেন।
গিয়ার্ট ভিল্ডার্স বিভিন্ন সময় বক্তব্য রাখতে গিয়ে ইসলাম ধর্মকে ‘ফ্যাসিবাদী’ আখ্যায়িত করেন। এ ছাড়া ‘ফিতনা’ শিরোনামে নিজের বানানো ছবিতেও তিনি ইসলামবিরোধী মন্তব্য করেন। এর প্রতিবাদে মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে। সে দেশের সংখ্যালঘু মুসলিম গোষ্ঠীর প্রতিনিধিরা ভিল্ডার্সের বিরুদ্ধে মামলা করেন।
আত্মপক্ষ সমর্থনে ভিল্ডার্স দাবি করেন, তিনি ইসলাম সম্পর্কে মন্তব্য করেছেন, মুসলিমদের সম্পর্কে নয়। তাঁর দাবি, ডাচ আইন অনুযায়ী যেকোনো মতাদর্শের সমালোচনা করার স্বাধীনতা তাঁর রয়েছে।
বিচারক মার্শেল ভ্যান ওস্টেন গতকাল রায় ঘোষণার সময় বলেন, ভিল্ডার্স যেসব মন্তব্য করেছেন, তা প্রকাশ্য যুক্তিতর্কের ক্ষেত্রে গ্রহণযোগ্য। ফলে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো।
তবে বাদীপক্ষ বলেছে, তাঁরা মানবাধিকারবিষয়ক ইউরোপীয় আদালতে যাওয়ার কথা বিবেচনা করছেন।
No comments