যুক্তরাষ্ট্র-মেক্সিকো ফাইনাল
টানা চতুর্থবারের মতো কনক্যাকাফ গোল্ডকাপের ফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র। ক্লিন্ট ডেম্পসির একমাত্র গোলে পরশু সেমিফাইনালে পানামাকে হারিয়েছে বব ব্র্যাডলির দল। ফাইনালে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মেক্সিকো। ডি নাইগ্রিস ও হাভিয়ের হার্নান্দেজের গোলে হন্ডুরাসকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে তারা।
পানামার কাছে গ্রুপ পর্বে ২-১ গোলে হারা যুক্তরাষ্ট্রের জয়ে বড় অবদান দলের সবচেয়ে বড় তারকা ল্যান্ডন ডনোভানের। ৭৭ মিনিটে ডেম্পসির গোলটির উৎস ছিলেন গোল্ডকাপে টানা ২৭তম ম্যাচ খেলা ডনোভান।
পানামার কাছে গ্রুপ পর্বে ২-১ গোলে হারা যুক্তরাষ্ট্রের জয়ে বড় অবদান দলের সবচেয়ে বড় তারকা ল্যান্ডন ডনোভানের। ৭৭ মিনিটে ডেম্পসির গোলটির উৎস ছিলেন গোল্ডকাপে টানা ২৭তম ম্যাচ খেলা ডনোভান।
No comments