হ্যাম্পশায়ারকে জয়ে ফেরালেন আফ্রিদি
আগের ম্যাচে এসেক্সের কাছে হার। তবে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে বিধ্বংসী বোলিং করে হ্যাম্পশায়ারকে জয়ে ফিরিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
আফ্রিদি বল করেন ৪ ওভার। ২০ রানের বিনিময়ে তুলে নেন পাঁচটি উইকেট। তাঁর চোখ ধাঁধানো বোলিংয়ের সুবাদে ১৬ রানের জয় পায় তাঁর দল হ্যাম্পশায়ার।
ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি প্রতিযোগিতার এই ম্যাচে প্রথম ব্যাট করে ৭ উইকেটে ১৩৯ রান করে হ্যাম্পশায়ার। খেলার মাঝে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে প্রতিপক্ষ গ্লুচেস্টারশায়ারের লক্ষ্য নির্ধারিত হয় ১৭ ওভারে ১২৪ রান। ৫০ রানের ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। কিন্তু অন্য প্রান্তে একের পর এক আক্রমণ করে দুই বল বাকি থাকতেই গ্লুচেস্টারশায়ারের ইনিংস ১০৭ রানে গুটিয়ে দেন আফ্রিদি।
আফ্রিদি বল করেন ৪ ওভার। ২০ রানের বিনিময়ে তুলে নেন পাঁচটি উইকেট। তাঁর চোখ ধাঁধানো বোলিংয়ের সুবাদে ১৬ রানের জয় পায় তাঁর দল হ্যাম্পশায়ার।
ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি প্রতিযোগিতার এই ম্যাচে প্রথম ব্যাট করে ৭ উইকেটে ১৩৯ রান করে হ্যাম্পশায়ার। খেলার মাঝে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে প্রতিপক্ষ গ্লুচেস্টারশায়ারের লক্ষ্য নির্ধারিত হয় ১৭ ওভারে ১২৪ রান। ৫০ রানের ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। কিন্তু অন্য প্রান্তে একের পর এক আক্রমণ করে দুই বল বাকি থাকতেই গ্লুচেস্টারশায়ারের ইনিংস ১০৭ রানে গুটিয়ে দেন আফ্রিদি।
No comments