দ্বিতীয় রাউন্ডেই লি নার বিদায়
মাত্র ২০ দিন আগের কথা। লাল দুর্গে চীনা পতাকা উড়িয়েছিলেন লি না। স্বপ্নকে সত্যি করে এশিয়ার প্রথম নারী হিসেবে জিতে নিয়েছিলেন কোনো গ্র্যান্ড স্লাম। ফ্রেঞ্চ ওপেন জয়ী লি নাকে ২০ দিনের ব্যবধানে মাটিতে নামিয়ে আনলেন জার্মানির সাবিন লিসিস্কি। কাল উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডেই তাঁর স্বপ্ন-যাত্রা থামিয়ে দিলেন ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে আসা ২১ বছর বয়সী তরুণী। কাল ৩-৬, ৬-৪, ৮-৬ গেমে লি নাকে হারিয়েছেন লিসিস্কি। অঘটন বলতে এই একটাই।
তবে অঘটন ঘটতে পারত আরেকটা। প্রায় এক বছর পর কোনো গ্র্যান্ড স্লামে খেলতে নেমে প্রথম রাউন্ডে একটুর জন্য হারতে হারতে ফিরে এসেছিলেন সেরেনা উইলিয়ামস। কাল সেরেনা-ভক্তদের মনে ভয় ঢুকে গিয়েছিল, এবারও হয়তো সেরেনা কাঁদবেন দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়ার হতাশায়। কিন্তু শেষ পর্যন্ত প্রথম সেট হেরে যাওয়া সেরেনা শেষ দুটো সেট জিতে নিয়েছেন দাপটের সঙ্গেই। রোমানিয়ার সিমোনা হালেপকে ৩-৬, ৬-২, ৬-১ গেমে হারিয়ে উঠে গেছেন তৃতীয় রাউন্ডে। এএফপি, রয়টার্স।
মহিলা এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন আনা ইভানোভিচ, মারিয়া কিরিলেঙ্কো, ফ্রান্সেসকা শিয়াভোনেও। আগের দিনই তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সেরেনার বড় বোন ভেনাসও। ক্যারিয়ারের সাতটি গ্র্যান্ড স্লাম এককের পাঁচটিই ভেনাস জিতেছেন উইম্বলডনে। যদিও দ্বিতীয় রাউন্ডে দাতে ক্রুম তাঁর ঘাম ঝরিয়ে দিয়েছিলেন। সেরেনা আর ভেনাসের এই ধুঁকতে থাকার পেছনে অনেকেই আরও একবার উইলিয়ামস বোনদের আধিপত্যের শেষ দেখছেন। যদিও এটাও সত্যি, গত এক বছরে এ নিয়ে মাত্র চারটি ম্যাচ খেললেন সেরেনা। ভেনাসও গত জানুয়ারি থেকে ছিলেন কোর্টের বাইরে। এই অনুপস্থিতির ছাপ তাঁদের খেলায় তো পড়বেই।
ওদিকে রাফায়েল নাদালের পর পুরুষ এককের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ আর অ্যান্ডি মারেও। যুক্তরাষ্ট্রের রায়ান সুইটিংকে ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন উইম্বলডনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। জার্মানির টোবিয়াস কামকেকে ৬-৩, ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন মারে। আর কাল দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন আরেক ফেবারিট জোকোভিচ।
তবে অঘটন ঘটতে পারত আরেকটা। প্রায় এক বছর পর কোনো গ্র্যান্ড স্লামে খেলতে নেমে প্রথম রাউন্ডে একটুর জন্য হারতে হারতে ফিরে এসেছিলেন সেরেনা উইলিয়ামস। কাল সেরেনা-ভক্তদের মনে ভয় ঢুকে গিয়েছিল, এবারও হয়তো সেরেনা কাঁদবেন দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়ার হতাশায়। কিন্তু শেষ পর্যন্ত প্রথম সেট হেরে যাওয়া সেরেনা শেষ দুটো সেট জিতে নিয়েছেন দাপটের সঙ্গেই। রোমানিয়ার সিমোনা হালেপকে ৩-৬, ৬-২, ৬-১ গেমে হারিয়ে উঠে গেছেন তৃতীয় রাউন্ডে। এএফপি, রয়টার্স।
মহিলা এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন আনা ইভানোভিচ, মারিয়া কিরিলেঙ্কো, ফ্রান্সেসকা শিয়াভোনেও। আগের দিনই তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সেরেনার বড় বোন ভেনাসও। ক্যারিয়ারের সাতটি গ্র্যান্ড স্লাম এককের পাঁচটিই ভেনাস জিতেছেন উইম্বলডনে। যদিও দ্বিতীয় রাউন্ডে দাতে ক্রুম তাঁর ঘাম ঝরিয়ে দিয়েছিলেন। সেরেনা আর ভেনাসের এই ধুঁকতে থাকার পেছনে অনেকেই আরও একবার উইলিয়ামস বোনদের আধিপত্যের শেষ দেখছেন। যদিও এটাও সত্যি, গত এক বছরে এ নিয়ে মাত্র চারটি ম্যাচ খেললেন সেরেনা। ভেনাসও গত জানুয়ারি থেকে ছিলেন কোর্টের বাইরে। এই অনুপস্থিতির ছাপ তাঁদের খেলায় তো পড়বেই।
ওদিকে রাফায়েল নাদালের পর পুরুষ এককের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ আর অ্যান্ডি মারেও। যুক্তরাষ্ট্রের রায়ান সুইটিংকে ৬-৩, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন উইম্বলডনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। জার্মানির টোবিয়াস কামকেকে ৬-৩, ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন মারে। আর কাল দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন আরেক ফেবারিট জোকোভিচ।
No comments