ক্ষোভে পাকিস্তানের এক নির্বাচকের পদত্যাগ!
সমস্যাটা ফাওয়াদ আলমকে দলে রাখা না-রাখা নিয়ে। নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে রেখেছেন পাকিস্তানের প্রধান নির্বাচক মহসিন খান। ফাওয়াদকে দলে নেওয়ার আপত্তি জানিয়েছিলেন আরেক নির্বাচক মোহাম্মদ ইলিয়াস। কিন্তু তাঁর আপত্তিকে গুরুত্ব না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইলিয়াস। তবে তাঁর পদত্যাগপত্র বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাট ফিরিয়ে দিয়েছেন বলে জানা গেছে।পিসিবির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দল ঘোষণার আগে ফাওয়াদ আলমের বিরোধিতা করে নির্বাচক ইলিয়াস দাবি করেছিলেন, ফাওয়াদের চেয়েও ভালো ক্রিকেটার দলে আছে। তিনি কারও নাম উল্লেখ না করলেও আসলে তিনি তাঁর শ্যালক ইমরান ফারহাতকে দলে নিতে চেয়েছিলেন। কিন্তু প্রধান নির্বাচক তাতে গুরুত্ব না দেওয়ায় ক্ষোভে পদত্যাগ করেন ইলিয়াস।
No comments