হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী: ওবামা
হিলারি ক্লিনটন |
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী। তাঁকে এ পদে নিয়োগ দেওয়া তাঁর শ্রেষ্ঠতর সিদ্ধান্তের একটি বলেও উল্লেখ করেন ওবামা। গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে আয়োজিত হলিডে রিসিপশন পার্টিতে এসব কথা বলেন ওবামা। হিলারির নেতৃত্বে ওয়াশিংটনের কূটনীতিকেরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে যতজন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, হিলারি তাঁদের মধ্যে শ্রেষ্ঠ।’
হিলারিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার প্রসঙ্গে ওবামা হেসে বলেন, ‘আমার শ্রেষ্ঠতর সিদ্ধান্তের একটি এটি।’
হিলারির উদ্দেশে ওবামা আরও বলেন, ‘আপনার নেতৃত্ব, রসবোধ, আমাদের জাতীয় নিরাপত্তার ব্যাপারে আপনার নিবেদিতপ্রাণ উদ্যোগ—সর্বোপরি আরও শান্তিময় ও নিরাপদ বিশ্ব উপহার দেওয়ার লক্ষ্যে আপনার নিরলস প্রচেষ্টার জন্য দেশবাসীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।’
অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে যতজন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, হিলারি তাঁদের মধ্যে শ্রেষ্ঠ।’
হিলারিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার প্রসঙ্গে ওবামা হেসে বলেন, ‘আমার শ্রেষ্ঠতর সিদ্ধান্তের একটি এটি।’
হিলারির উদ্দেশে ওবামা আরও বলেন, ‘আপনার নেতৃত্ব, রসবোধ, আমাদের জাতীয় নিরাপত্তার ব্যাপারে আপনার নিবেদিতপ্রাণ উদ্যোগ—সর্বোপরি আরও শান্তিময় ও নিরাপদ বিশ্ব উপহার দেওয়ার লক্ষ্যে আপনার নিরলস প্রচেষ্টার জন্য দেশবাসীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।’
No comments