উত্তর কোরিয়ার মাছ ধরার নৌকা লক্ষ্য করে দক্ষিণের গুলিবর্ষণ
দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী গতকাল বুধবার উত্তর কোরিয়ার একটি মাছ ধরার নৌকা লক্ষ্য করে সতর্কতামূলক গুলিবর্ষণ করেছে। এ সময় নৌকাটি দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমায় অবৈধভাবে মাছ ধরছিল। দুই কোরিয়ার মধ্যে তুমুল উত্তেজনাপূর্ণ পীত সাগর সীমান্তে এ ঘটনা ঘটে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, পরপর তিনবার মৌখিকভাবে সতর্ক করার পরও কর্ণপাত না করায় দক্ষিণ কোরীয় নৌবাহিনীর একটি জাহাজ থেকে নৌকাটিকে লক্ষ্য করে ১০ রাউন্ড সতর্কতামূলক গুলি বর্ষণ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়ার জলসীমায় উত্তর কোরিয়ার নৌযানটি দুই ঘণ্টা ৪০ মিনিট অবস্থান করে। গুলিবর্ষণের পর সেটি নিজ দেশের জলসীমায় ফিরে যায়।
সিউলে আগামী সপ্তাহের জি-২০ শীর্ষ বৈঠককে সামনে রেখে সামরিক ও পুলিশ বাহিনীকে যখন সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে, ঠিক সে সময় এ অনুপ্রবেশের ঘটনা ঘটল।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, পরপর তিনবার মৌখিকভাবে সতর্ক করার পরও কর্ণপাত না করায় দক্ষিণ কোরীয় নৌবাহিনীর একটি জাহাজ থেকে নৌকাটিকে লক্ষ্য করে ১০ রাউন্ড সতর্কতামূলক গুলি বর্ষণ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়ার জলসীমায় উত্তর কোরিয়ার নৌযানটি দুই ঘণ্টা ৪০ মিনিট অবস্থান করে। গুলিবর্ষণের পর সেটি নিজ দেশের জলসীমায় ফিরে যায়।
সিউলে আগামী সপ্তাহের জি-২০ শীর্ষ বৈঠককে সামনে রেখে সামরিক ও পুলিশ বাহিনীকে যখন সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে, ঠিক সে সময় এ অনুপ্রবেশের ঘটনা ঘটল।
No comments