ফিলিপাইনে শিগগিরই সন্ত্রাসী হামলা হতে পারে: অস্ট্রেলিয়া
ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ও সে দেশের অন্যান্য এলাকায় শিগগিরই সন্ত্রাসী হামলা হতে পারে বলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার সতর্ক করে দিয়েছে। বিশ্বাসযোগ্য সূত্রে পাওয়া তথ্যে তারা এ কথা জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা ও নিউজিল্যান্ডও তার নাগরিকদের ম্যানিলায় ভ্রমণের ব্যাপারে সতর্ক করে দিয়েছে।
অস্ট্রেলিয়ার কাছ থেকে এ ধরনের সতর্কসংকেত পাওয়ার পর ফিলিপাইন তার নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।
ক্যানবেরা সর্বশেষ ভ্রমণসংক্রান্ত বুলেটিনে ম্যানিলায় সফররত অস্ট্রেলিয়ার পর্যটকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। তবে কারা এ ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে, এ ব্যাপারে অস্ট্রেলিয়া কোনো ইঙ্গিত দেয়নি।
বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, ম্যানিলার বিপণিবিতান, বিমানবন্দর, সম্মেলনকেন্দ্রসহ যেসব স্থানে বিদেশিদের আনাগোনা বেশি, সেখানে শিগগিরই সন্ত্রাসী হামলা চালানো হতে পারে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘আমরা পর্যটকদের পরামর্শ দিচ্ছি, আপনারা মিন্দানাওয়ের মূল ভূখণ্ড, জামবোঙ্গা উপদ্বীপ ও মিন্দানাওয়ের সুলু দ্বীপপুঞ্জে ভ্রমণ করবেন না।
অস্ট্রেলিয়ার কাছ থেকে এ ধরনের সতর্কসংকেত পাওয়ার পর ফিলিপাইন তার নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।
ক্যানবেরা সর্বশেষ ভ্রমণসংক্রান্ত বুলেটিনে ম্যানিলায় সফররত অস্ট্রেলিয়ার পর্যটকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। তবে কারা এ ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে, এ ব্যাপারে অস্ট্রেলিয়া কোনো ইঙ্গিত দেয়নি।
বিশ্বাসযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, ম্যানিলার বিপণিবিতান, বিমানবন্দর, সম্মেলনকেন্দ্রসহ যেসব স্থানে বিদেশিদের আনাগোনা বেশি, সেখানে শিগগিরই সন্ত্রাসী হামলা চালানো হতে পারে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘আমরা পর্যটকদের পরামর্শ দিচ্ছি, আপনারা মিন্দানাওয়ের মূল ভূখণ্ড, জামবোঙ্গা উপদ্বীপ ও মিন্দানাওয়ের সুলু দ্বীপপুঞ্জে ভ্রমণ করবেন না।
No comments