নতুন করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা রাশিয়ার
রাশিয়া নতুন করে একটি আন্তমহাদেশীয় বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। গতকাল শুক্রবার দেশটির সরকারি বার্তা সংস্থা আরআইএর এক খবরে এ কথা বলা হয়। মস্কো আশা করছে, তাদের এই সফল পরীক্ষা হবে ভবিষ্যতে পরমাণু ক্ষেপণাস্ত্র কর্মসূচির মূল ভিত্তি।
ফিনল্যান্ড ও রাশিয়ার সীমান্ত এলাকার কাছে একটি ডুবোজাহাজ থেকে ১২ মিটার দীর্ঘ বুলাভা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি ছয় হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু রাশিয়ার দূরপ্রাচ্যের কামছাটকা উপদ্বীপ এলাকায় আঘাত হানতে সক্ষম হয়েছে।
সেনা বিশ্লেষকেরা বুলাভা পরীক্ষাকে রুশ সেনাবাহিনীর জন্য একটি বিরাট পরীক্ষা হিসেবে দেখছিলেন। কারণ বুলাভা পরীক্ষা আবার ব্যর্থ হলে ব্যয়বহুল এই প্রকল্পে দ্রুত মৌলিক পরীক্ষা আনা লাগত। এর আগে বুলাভা ক্ষেপণাস্ত্রের ১৩ দফা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সাতবারই বিফল হয়েছে।
ফিনল্যান্ড ও রাশিয়ার সীমান্ত এলাকার কাছে একটি ডুবোজাহাজ থেকে ১২ মিটার দীর্ঘ বুলাভা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি ছয় হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু রাশিয়ার দূরপ্রাচ্যের কামছাটকা উপদ্বীপ এলাকায় আঘাত হানতে সক্ষম হয়েছে।
সেনা বিশ্লেষকেরা বুলাভা পরীক্ষাকে রুশ সেনাবাহিনীর জন্য একটি বিরাট পরীক্ষা হিসেবে দেখছিলেন। কারণ বুলাভা পরীক্ষা আবার ব্যর্থ হলে ব্যয়বহুল এই প্রকল্পে দ্রুত মৌলিক পরীক্ষা আনা লাগত। এর আগে বুলাভা ক্ষেপণাস্ত্রের ১৩ দফা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সাতবারই বিফল হয়েছে।
No comments