ফনসেকার আবেদন নাকচ করেছেন সুপ্রিম কোর্ট
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের পুনর্নির্বাচনকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদন গতকাল শুক্রবার নাকচ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। নির্বাচনে পরাজিত প্রার্থী কারাবন্দী সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকার পক্ষ থেকে এই আবেদন করা হয়েছিল।
আদালতের একজন কর্মকর্তা জানান, সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চ গতকাল ওই আবেদন নাকচ করে দেন। আদালত বলেন, ওই আবেদনে যেসব বিষয় তুলে ধরা হয়েছে তাতে বিচার চালিয়ে যাওয়ার মতো যুক্তি নেই।
গত ২৬ জানুয়ারি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপক্ষের কাছে বিশাল ব্যবধানে পরাজিত হন ফনসেকা। পরে তিনি ভোট জালিয়াতির অভিযোগ তোলেন। নির্বাচনের দুই সপ্তাহ পর গ্রেপ্তার হন ফনসেকা। গত মাসে সামরিক আদালত ফনসেকার আড়াই বছরের কারাদণ্ড দেন।
গত বছর মে মাসে তামিল টাইগারদের সঙ্গে লড়াইয়ে সরকারের বিজয়ে নেতৃত্ব দেন ফনসেকা। নভেম্বরে সেনাপ্রধানের পদ ছেড়ে দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এপ্রিলে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে একটি আসনে জয়লাভ করেন সাবেক সেনাপ্রধান ফনসেকা।
আদালতের একজন কর্মকর্তা জানান, সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চ গতকাল ওই আবেদন নাকচ করে দেন। আদালত বলেন, ওই আবেদনে যেসব বিষয় তুলে ধরা হয়েছে তাতে বিচার চালিয়ে যাওয়ার মতো যুক্তি নেই।
গত ২৬ জানুয়ারি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপক্ষের কাছে বিশাল ব্যবধানে পরাজিত হন ফনসেকা। পরে তিনি ভোট জালিয়াতির অভিযোগ তোলেন। নির্বাচনের দুই সপ্তাহ পর গ্রেপ্তার হন ফনসেকা। গত মাসে সামরিক আদালত ফনসেকার আড়াই বছরের কারাদণ্ড দেন।
গত বছর মে মাসে তামিল টাইগারদের সঙ্গে লড়াইয়ে সরকারের বিজয়ে নেতৃত্ব দেন ফনসেকা। নভেম্বরে সেনাপ্রধানের পদ ছেড়ে দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এপ্রিলে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে একটি আসনে জয়লাভ করেন সাবেক সেনাপ্রধান ফনসেকা।
No comments