মিয়ানমারে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় এখনো দেরি হয়ে যায়নি
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, মিয়ানমারে একটি গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি। গতকাল শুক্রবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দক্ষিণ-পূর্ব এশীয় (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দীর্ঘ দুই দশক পর আগামী ৭ নভেম্বর নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চিকে বাইরে রেখে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায়। এর মাধ্যমে জান্তার মুখে কেবল বেসামরিক মুখোশ পরিয়ে দেওয়া হবে বলে তাদের ধারণা।
জাতিসংঘের মহাসচিব বলেন, মিয়ানমারের নির্বাচন-পরবর্তী সময়টা খুবই গুরুত্বপূর্ণ হবে।
এদিকে গৃহবন্দিত্বের বিরুদ্ধে সু চির তৃতীয় আবেদনের শুনানি হয়েছে গতকাল মিয়ানমারের রাজধানী নেপিডোর একটি আদালতে। আদালতে ঢোকার আগে আইনজীবীরা বলেন, পাঁচজন বিচারকের এই প্যানেলের মাধ্যমে সু চি খালাস পেলে দেশের আইনের শাসনের জন্য সেটি হবে একটি চমৎকার দৃষ্টান্ত।
দীর্ঘ দুই দশক পর আগামী ৭ নভেম্বর নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চিকে বাইরে রেখে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক সম্প্রদায়। এর মাধ্যমে জান্তার মুখে কেবল বেসামরিক মুখোশ পরিয়ে দেওয়া হবে বলে তাদের ধারণা।
জাতিসংঘের মহাসচিব বলেন, মিয়ানমারের নির্বাচন-পরবর্তী সময়টা খুবই গুরুত্বপূর্ণ হবে।
এদিকে গৃহবন্দিত্বের বিরুদ্ধে সু চির তৃতীয় আবেদনের শুনানি হয়েছে গতকাল মিয়ানমারের রাজধানী নেপিডোর একটি আদালতে। আদালতে ঢোকার আগে আইনজীবীরা বলেন, পাঁচজন বিচারকের এই প্যানেলের মাধ্যমে সু চি খালাস পেলে দেশের আইনের শাসনের জন্য সেটি হবে একটি চমৎকার দৃষ্টান্ত।
No comments