দুবাইতে বাট-আমির
আজ তাঁদের সংযুক্ত আরব আমিরাতেই থাকার কথা ছিল। কদিন আগেও দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন দুজন। কিন্তু নিয়তির ধাক্কায় কিংবা নিজেদের কৃতকর্মের দোষে আজ তাঁদের পথ আলাদা। কাল আবুধাবিতে যখন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে পাকিস্তান, মাত্র ১১৯ কিলোমিটার দূরে দুবাইতে তখন চরম উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন সালমান বাট ও মোহাম্মদ আমির। সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে তাঁদের বহুল আলোচিত আপিলের শুনানি হবে আজ ও আগামীকাল। শুনানি পরিচালনা করবেন ব্রিটিশ ব্যারিস্টার মাইকেল বিলোফ কিউসি।
দুজনের সঙ্গেই আছেন তাঁদের আইনজীবীরা। কাল দেশ ছাড়ার সময় লাহোর বিমানবন্দরে সালমান বাট বলেছেন, অনেক আশা নিয়ে দুবাই যাচ্ছেন তিনি। ছোট্ট প্রতিক্রিয়ায় আমিরের কণ্ঠেও ছিল একই আশাবাদ। অভিযুক্ত আরেকজন মোহাম্মদ আসিফ কদিন আগেই প্রত্যাহার করে নিয়েছেন তাঁর আপিল।
দুজনের সঙ্গেই আছেন তাঁদের আইনজীবীরা। কাল দেশ ছাড়ার সময় লাহোর বিমানবন্দরে সালমান বাট বলেছেন, অনেক আশা নিয়ে দুবাই যাচ্ছেন তিনি। ছোট্ট প্রতিক্রিয়ায় আমিরের কণ্ঠেও ছিল একই আশাবাদ। অভিযুক্ত আরেকজন মোহাম্মদ আসিফ কদিন আগেই প্রত্যাহার করে নিয়েছেন তাঁর আপিল।
No comments