দুটি ভুল
গতকাল প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আফ্রিকার উপহার ‘নতুন চ্যাম্পিয়ন’ লেখাটিতে দুটি তথ্যবিভ্রাট ঘটে গেছে। লেখা হয়েছে, হল্যান্ড ছাড়া শুধু হাঙ্গেরিই দুটি ফাইনাল খেলেও বিশ্বকাপ জিততে পারেনি। প্রকৃতপক্ষে, দুটি ফাইনাল খেলেও বিশ্বকাপ জিততে পারেনি, এমন দল আরেকটি আছে—চেকোস্লোভাকিয়া (১৯৩৪ ও ১৯৬২)। এবার স্পেনের আগে প্রথম ম্যাচ হেরেও ফাইনালে ওঠার ঘটনাও দুটি নয়, তিনটি। ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইতালির কথা লেখা হয়েছে। বাদ পড়েছে পশ্চিম জার্মানি, যারা ১৯৮২ বিশ্বকাপে প্রথম ম্যাচে আলজেরিয়ার কাছে হারার পরও ফাইনালে উঠেছিল। ফাইনালে ইতালির কাছে হারায় শেষ আর শুরুতে মিল ছিল জার্মানদেরও।
No comments