অবৈধ কাঠ আমদানি নিষিদ্ধের পক্ষে ভোট
অবৈধভাবে কাটা গাছের কাঠ আমদানি নিষিদ্ধের পক্ষে ভোট দিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর অবৈধ কাঠ আমদানির কারণে গ্রীষ্মমণ্ডলীয় বেশ কয়েকটি দেশের বন উজাড় হয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইইউ পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১২ সাল থেকে কাঠ আমদানি করতে হলে সংশ্লিষ্ট কোম্পানিকে প্রমাণ করতে হবে কোন জায়গা থেকে তা আমদানি করা হচ্ছে। আইন মেনে না চললে ওই কোম্পানিকে শাস্তির মুখোমুখি হতে হবে। এ-সংক্রান্ত আইনটি কত কঠোর হবে তা নিয়ে কয়েক বছর আলোচনা ও তর্কবিতর্কের পর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ইইউ পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১২ সাল থেকে কাঠ আমদানি করতে হলে সংশ্লিষ্ট কোম্পানিকে প্রমাণ করতে হবে কোন জায়গা থেকে তা আমদানি করা হচ্ছে। আইন মেনে না চললে ওই কোম্পানিকে শাস্তির মুখোমুখি হতে হবে। এ-সংক্রান্ত আইনটি কত কঠোর হবে তা নিয়ে কয়েক বছর আলোচনা ও তর্কবিতর্কের পর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
No comments