বিচার চলছে সেই ইংলিশ সমর্থকের
ইংল্যান্ড থেকে অনেক আশা নিয়েই দক্ষিণ আফ্রিকায় এসেছিলেন পাভলোস জোসেফ। কিন্তু প্রিয় দলের পারফরমেন্স তো হতাশ করেছেই, উল্টো এখন কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে ৩২ বছর বয়সী পাভলোসকে। আলজেরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড হতাশাজনকভাবে ড্র করার পর ড্রেসিং রুমে ঢুকে পড়েছিলেন ইংল্যান্ডের এই সমর্থক। সেখানে তিনি সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহামকে অপমান করেছেন—এমন অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন পাভলোস। তাঁর দাবি, বাথরুমের যাওয়ার পথ খুঁজতে খুঁজতে আচমকাই তিনি ঢুকে পড়েছিলেন ইংল্যান্ডের ড্রেসিং রুমে। তাই চোখের সামনে ডেভিড বেকহামকে পেয়ে দলের পারফরমেন্স নিয়ে দু-কথা বলার সুযোগটা ছাড়েননি পাভলোস। তবে অপমানজনক কোনো কথাও বেকহামকে বলেননি তিনি। এত টাকা খরচ করে খেলা দেখতে এসে প্রিয় দলের এমন লজ্জাজনক পারফরমেন্সে সমর্থকেরা যে হতাশ, সেটা তো তিনি বলতেই পারেন। কিন্তু এসব কথায় কর্ণপাত করেননি দক্ষিণ আফ্রিকার পুলিশ কর্তৃপক্ষ। অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয় পাভলোসকে। ৫০ ইউরোর বিনিময়ে জামিন পেলেও বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ইংল্যান্ডের আগামী খেলাগুলো দেখতে পারবেন না পাভলোস।
No comments